২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলকদ, ১৪৪৬ হিজরি

সত্যবতীর অঘ্রাণ- শাহ্ সাবরিনা মোয়াজ্জেম

বাংলার বারুদ
প্রকাশিত মে ১৭, ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ণ
সত্যবতীর অঘ্রাণ- শাহ্ সাবরিনা মোয়াজ্জেম

সত্যবতীর অঘ্রাণ
শাহ্ সাবরিনা মোয়াজ্জেম

অনিচ্ছা আর অনিশ্চিত ত্রাসে
অভিমানি মন বিসর্জনে অবশেষে!
কি কাকস্য পরিবেদনার আধার!
ধারকৃত কলাপে ভরা জলসার লাইট হাউসে
——————ব্যাকুল বায়বীয় প্রতিক্ষা।
ইউলিসিস শ্যাওলাদের ফোটানো ভোরে
—————–আড়ষ্ট বৈকালিক নিবিড়তা!
যেনো—ফস্কে যাওয়া গ্যাস বেলুনের বেদনা!

তবে আসি এবার নিবিড়তায়——
ইচ্ছে ছিলো নিপাট ব্যাঙাচিপনা হয়ে
লেপ্টে যাবো কোনো সৌম্য পুরুষের বুকে!
পুরুষ বড্ড তাড়িত—
কারেন্টের সৌজন্যে বজ্রপাত ঘটায়—
আর নারী—আহা প্রেম বিলাসিনি!
ধৈর্য নেই গো—আতা গাছে তোতার বোল শোনার! মারমেইডের ব্যাকুল প্রতিক্রিয়াটুকুই
——————–খড়্গ দৃষ্টি টানে!
মোহনা থেকে সমুদ্র বহুদুর—!
তারপরও প্রেম জওয়ানি উজানে বৈঠা টানে।
ট্রেন উড়োজাহাজের এই সভ্যতায় দু’জন
এক-ই মেরুর বাসিন্দা হলেও
দুজন-ই ভিন্ন জাতের—ওই যে ব্রাহ্মণ আর চণ্ডাল! তাই চণ্ডালীপনায় জীবন নিলামে
—————————-নাইবা তুলি
নমশূদ্র হয়ে-ই প্রাচীন পৃথিবীর পারদ ঘুমে
———————-আহলাদিত হই তাল মিছরির
সকরুণ কাহিনীর তালেবরে—।
আমার কাঙালিপনা অনাহত আগ্রাসন
———————–আর নাপাকি ন্যাকামি!
তাইতো—প্রেমের চাউনিতে—–
আমি এক চণ্ডাল–ভালোবাসা মেলেনি
————– মেলেছে ভুবুক্ষ তিরস্কার!
আহত-নিহত হইনি—
হয়েছি—মন পবনের দেওলিয়া অবিশ্বাস্য রকমের!
যেমন—ইতর প্রজাতি বিশেষ!
তাই—কুটকুট করে কেটে যায় প্রেম তপ্তপোষ!