২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলকদ, ১৪৪৬ হিজরি

হায় শোক কেনো নিরবধি

বাংলার বারুদ
প্রকাশিত মে ৪, ২০২৫, ০৮:২৭ অপরাহ্ণ
হায় শোক কেনো নিরবধি

হায় শোক কেনো নিরবধি
শাহ্ সাবরিনা মোয়াজ্জেম

মুহুর্তের সিগনাল দিলেই
জীবন- মৃত্যুর সমার্তক আয়োজন ছেড়ে
নিরুদ্দেশ যাত্রা করতাম_– ঢাকের ঘুর্ণনে!
হায়–পাতি কপাল ঝুমঝুম শব্দের
————অন্তরালে খাঁখাঁ নিস্তব্ধতা ভেঙে
————নিলাম্বরে শান্তির মিছিল উড়ালাম!
তবুও জয় হোক শান্তির!

কেবলই পেছনে খাম’চে ধরছে শকুন
———— আর কারা শক্তির আধান।
মেহনতি নয়–রেসের ঘোড়াও নয়
————- তাই মাঠ ছেড়ে দুরান্তে পালালাম!
ঝিরিঝিরি হাওয়ায় অচেনা বৃষ্টির দোলা
——- অচেনা আলিঙ্গন
———– তাই হৃদয়ের বিনীত আর্জি রেখে
ঝমঝম তরঙ্গের— ঝুমঝুম আওয়াজ
কেঁপে উঠলে—হয়তো মিনতির মহড়া হতো!

——–
মে-কাপের পলেস্তারায় ঢাকা যেতো
———- বয়সের ছাপ–অক্ষির গোলকধাঁধা
নির্গমন নয়াচরে হাঁকিয়ে বেড়াতাম
———–হয়তো হৃদ অম্বরে
কস্তরি ফেনা উত্থলে উঠলেই –
———-চাঁদ আর লণ্ঠনের দূরত্ব বাড়িয়ে দিতো
———হ্যাংলার আততায়ী জংশন।
হায় কপোত কিঞ্চিৎ তফাৎতে থেকেও কেনো আড়ালে জ্যোৎস্না লুকালো—?
——————
এই তল্লাটে আর হল্যার জংশন নেই
যেখানে পরিনিত শ্লোকে কিংবা শ্লোগানে
মাতবে–শোক নয়তো পাতানো সন্ধ্যার বর্ণিল
—————————–আলোকসজ্জা।
তবুও বিবাগী রোদের কিনারে দাঁড় বেয়ে যাবে
———– অন্তলিন শোক
উত্তরীয় ত্রিবেণীর লাল’চে আকাশে!