২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলকদ, ১৪৪৬ হিজরি

অন্ত-বিনাশ কেবলই গোরে-শাহ সাবরিনা মোয়াজ্জেম

বাংলার বারুদ
প্রকাশিত মে ২০, ২০২৫, ০৫:২৭ অপরাহ্ণ
অন্ত-বিনাশ কেবলই গোরে-শাহ সাবরিনা মোয়াজ্জেম

অন্ত-বিনাশ কেবলই গোরে

শাহ সাবরিনা মোয়াজ্জেম

বহুক্লান্ত কর্মফল কিংবা অদৃষ্ট লিখন
এই জমানার বসবাস—
আদি কোথায় বা অন্ত কোথায়?
দেয়াল লিখন নাকি লিখিত পরিমাপ—।
মানুষ দাঁড়িয়ে দূরবর্তী নিকটে—
কতো আর তৈলাধারে তেল মর্দন—?
চেয়ে দেখো—কাছের শালিক আঁধারে নিরব!
প্রতিকারহীন দিন যেমন চলছে চলার দায়ে!

পথে পথে—পথ হারানোর বাঁক।
সমুখে—দগ্ধ দুপুর আর ঘাঁস ফড়িংয়ের বাস।
শীতে জড়োসড়ো নবোড়া জাজ্বল্যমান
আইলা ছেড়ে প্রাঞ্জলতায় জবুথবু হয়ে থাকে
এর নাম-ই জীবন প্রগাঢ় অনুভবের জীবন।
ফাগুনের প্রথম দ্বি-প্রহরের উপলগ্নে
উপাস্য হয়ে ঔদ্যাসে গায় গীত
সেতো—কোকিলের চর্চা বিশেষ গীত!
সাবলীল মীনকুল বার বার ক্রিয়াশীল হতে
হতে—প্রত্নতাত্ত্বিক পাথর হয়ে ঘুরে ফিরে
যেখান থেকে উৎপত্তি সেখানেই বিনাশ হতে থাকে কড়কড়ে দুপুরে কিংবা যামিনীতে!
তাইতো—ওজরে আপ্ততি কম থাকাই শ্রেয়!