
কষ্টের চামর দোলায় পতিত ভালোবাসা
শাহ্ সাবরিনা মোয়াজ্জেম
ভালোবাসা নাকি বলবো পতিত ভালোবাসা—-!?
যে ভালোবাসা শুধু কষ্টের চামর দোলায়
————জীবনের রাংতা ভুলে!
স্লিভলেস ব্লাউজ কেনো বিবর্ণ হতাশায়
—দ্বিখণ্ডিত করে একটি জলজ মনকে!
বুকের কোণে অবিরল পেয়াল বাজে
——–কষ্টের কাটখোট্টা সুরে!
দ্বৈপায়নে দ্বৈধীভাব অবিশ্বাসি ক্লিভেজ বল
খুঁড়ে খুঁড়ে খায় বেদাতি প্রহর—হেমহিন্ন ভাবে!
বল হে নিঠুর–
কেনো মনকে করেছো বধ্যভূমির আধার।
রঙে সঙে কেনো নিয়তির দ্বারপ্রান্তে গোচর
———- করো আষাঢ়ে ইচ্ছে!
বিশ্বাস আমি লঙ্ঘন করিনি
করিনি—পল্লবগ্রাহী রক্তাক্ত হৃদয়।
আজ শুধুই কষ্টের ডামাডোল আর পানসে কুরুক্ষেত্রের আস্ফালন কামনার চোখে!
চেয়েছিলাম—মন পবনের নাওয়ের পাল
যেখানে দিগন্ত বিস্তৃত ভালোবাসার ছায়া
আকাশ পল্লবের সামিয়ানা টাঙানো অজস্র
মায়াময় আঙুলের ছোঁয়ায় রাঙাবো।
অথচ বড্ড বেদনা বিঁধুর তোমার অহম—
বড় কাঙাল তোমার হৃদয়—
তাইতো—মেঘ জমিনে পাল উড়ালাম
বে-পথু কাকের মতো—-
শুধু প্রার্থনা——ভালোবাসায় ভালো থেকো!