
যারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন , সবার জন্য ভালোবাসা, সম্মান- নীলিমা আক্তার নীলা
————————————————
একজন লোক একজন ধনী ব্যক্তিকে বললেন,আপনার তো কোন কিছুর অভাব নেই, টাকা দিয়ে তো আপনি সব কিনে নিয়েছেন। ধনী ব্যক্তি তাৎক্ষণিক উত্তর দিলেন,টাকা দিয়ে যদি সবকিছু কেনা যেতো, তাহলে আমি সবার আগে মানুষের ভালোবাসা কিনে নিতাম।আমার সবকিছু আছে কিন্তু মানুষের ভালোবাসা নেই, আর মানুষের ভালোবাসা নেই বলেই আমার কোনোকিছুই নেই,আমি সবচেয়ে বড় ভিখারি।
ছোট বেলায় বাবার মুখ থেকে শুনা গল্পটা হঠাৎ মনে পড়ে গেল। গতকাল ছিলো আমার জন্মদিন। জন্মদিনটা আমি কখনো যত্ন সহকারে পালন করি না কিংবা করতে ইচ্ছে করে না। কিন্তু ফেইসবুক বন্ধুদের ভালোবাসায় আমার প্রতিবছর জন্মদিনটা সারাদিন মনটাকে উৎফুল্ল করে রাখে,আনন্দে চোখ দু’টো ভিজে যায়। আমি খুবই অবাক হয়ে যাই, মানুষের এতো ভালোবাসা দেখে। গতকাল ফেইসবুক, হোয়াটসঅ্যাপ, ইনবক্স, মোবাইল ফোনে বাংলাদেশসহ অনেক দেশ থেকে আমাকে উইশ করেছেন যা আমার স্বপ্নের বাহিরে।
এতো বড় বড় সারপ্রাইজ গুলো আমার জন্য বিশাল বিস্ময়, শ্রেষ্ঠ উপহার। আপনাদের এতো এতো ভালোবাসার হাত ধরে আমিও মানুষের পাশে দাঁড়াতে চাই নির্মল ভাবে সততার সাথে। অনেক অনেক ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা আপনাদের প্রতি, আপনাদের ভালোবাসার প্রতি।সবাই আমার জন্য দোয়া করবেন।