২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলকদ, ১৪৪৬ হিজরি

কবি প্রণাম – শান্তা কামালী

বাংলার বারুদ
প্রকাশিত মে ৭, ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ণ
কবি প্রণাম – শান্তা কামালী

কবি প্রণাম
শান্তা কামালী

শয়নে-স্বপনে ঘুমে-জাগরনে
তোমাকে ছুঁতে,পেতে রাখি দুটি কান,
ধুপের ধোঁয়ায় অরূপ ছোঁয়ায়
তুমি অন্তরে গাও গান।

যতবারই আঁকি ভুল হয়ে যায়
হয় না সঠিক ছবি,
সারাটি জীবন ভরে প্রাণমন
হৃদয়ে রয়েছো কবি।

যেখানে সৃষ্টি, দেখে যে দৃষ্টি
তোমার চরণ পাতা,
হাতে নিয়ে ফুল,ভেবেই আকুল
কোথায় ঠেকাবো মাথা?।

 

৭/৫/২৫ইং সিলেট সদর