
এফ এম হাসান : ছাতকে নোয়ারাই ইউনিয়নের উলুরগাঁও গ্রামের নিখোঁজ শিশু মো. মারওয়ান আহমদের মরদেহ পাওয়া গেছে।
সে মঙ্গলবার ১০ জুন সকালে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। মো. মারওয়ান আহমদ উলুরগাঁও গ্রামের মানিক মিয়ার পুত্র। সারাদিন তাকে খোজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
রাত ১১ টার দিকে বাড়ির পাশের একটি খাদে মো.মারওয়ান আহুমদের মৃতদেহ পাওয়া গেছে।
তাকে খোজাখুজি করার এক পর্যায়ে রাত ১১ টার দিকে খাদের পানিতে তার মরদেহ দেখতে পাওয়া যায়।
পরিবারের লোকজন মো.মারওয়ান আহমদের মরদেহ উদ্ধার করেছেন।
মো. মারওয়ান আহমদের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই টি এ সুলেমান।