৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সাংবাদিক চান মিয়া ছাতকের সর্ব মহলে পরিচিত এক নাম,যার স্মৃতি এখনো যায় না ভুলা

banglarbarud
প্রকাশিত জুন ২০, ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ণ
সাংবাদিক চান মিয়া ছাতকের সর্ব মহলে পরিচিত এক নাম,যার স্মৃতি এখনো যায় না ভুলা

সাংবাদিক চান মিয়া ছাতকের সর্ব মহলে পরিচিত এক নাম,যার স্মৃতি এখনো যায় না ভুলা

 

আহমেদ সফির : ছাতক প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সিলেট বিভাগের সাংবাদিক মহলের অতি সু-পরিচিত এক মানুষ,আমার শ্রদ্ধাভাজন মামা মরহুম সাংবাদিক চান মিয়ার আজ ৭ম মৃত্যু বার্ষিকী|

২০১৮ সালের এই দিনে তিনি এই মায়াময় পৃথিবী থেকে বিদায় নেন|জাতীয় দৈনিক বাংলা বাজার পত্রিকার রিপোর্টার হিসাবে তার সাংবাদিকতা শুরু শুরু হয়|সর্বশেষ তিনি দৈনিক ইনকিলাব ও দৈনিক সবুজ সিলেট ছাতক প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন|

ছাতকের কালারুকা ইউনিয়নের রাজাপুর গ্রামে তার বাড়ি হলেও ছাতক উপজেলার প্রতিটি গ্রাম যেন তার বাড়ি|কোন গ্রামে কোন ঘটনা ঘটলে সবার আগে দ্রুততর সময়ে যিনি সংবাদ সংগ্রহ করতেন তিনি হলেন সাংবাদিক চান মিয়া|কারণ উপজেলার প্রতিটি গ্রামের কমপক্ষে দু’চারজন লোকের সাথে উনার সরাসরি যোগাযোগ থাকায় তা সম্ভব হত।

নির্লোভ সাদাসিধে এই মানুষটি সারা জীবন ছুটেছেন সংবাদের পিছনে|উনার একটা গুণ ছিল উনি সবসময় সাদাকে সাদা আর কালকে কাল বলতে দ্বিধাবোধ করতেন না|

এই কারণে একজন সাহসী সাংবাদিক হিসাবে অনেকের বিরাগভাজন হতেন|তিনি স্বজন প্রীতি আর আত্ন প্রীতিতে বিশ্বাসী ছিলেন না|আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন|তিনি যাদেরকে হাতে ধরে লেখা-লিখি শিখিয়ে ছিলেন তারা আজ বড় সাংবাদিক।ব্যক্তিগত জীবনে উনার স্ত্রী,৫ ছেলে,১ মেয়ে রয়েছেন|

আজ তার মৃত্যু বার্ষিকীর এই দিনে মহান প্রভূর কাছে প্রার্থনা করি তিনি যেন চান মিয়া মামার সকল ভূল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের অধিবাসী করেন|

 

লেখক:- সহ-সভাপতি: আহমেদ সফির,
ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাব|