নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের ঢাকা মহানগর দক্ষিণ শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় দপ্তর থেকে ২৯ জুন ২০২৫ তারিখে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত আংশিক কমিটিতে রাফিদ আল বুখারী তালুকদার-কে সভাপতি এবং শেখ ফাহিম-কে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহরাব হোসেন ইমন।
এছাড়াও, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুস সাকিব হোসেন, এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মোঃ রাকিব হোসেন-কে।
কেন্দ্রীয় দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটির অনুমোদনে স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় আহ্বায়ক সাইফুল ইসলাম এবং সদস্য-সচিব হাসিব খান রাকিব।
‘শিক্ষা, শান্তি, উন্নয়ন, প্রগতি’—এই মূলনীতির ভিত্তিতে সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে কমিটির পক্ষ থেকে।