১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

“তুমি ফাগুন হাওয়ার মিষ্টি ধ্বনি” লেখক: শেখ তিতুমীর আকাশ।

বাংলা বারুদ
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১০:০৯ অপরাহ্ণ
“তুমি ফাগুন হাওয়ার মিষ্টি ধ্বনি”  লেখক: শেখ তিতুমীর আকাশ।

Manual5 Ad Code

“তুমি ফাগুন হাওয়ার

Manual8 Ad Code

                                                 মিষ্টি ধ্বনি”

Manual1 Ad Code

লেখক: শেখ তিতুমীর আকাশ।

তুমি ফাগুন হাওয়ার মিষ্টি ধ্বনি!

বিধাতার অপার মহিমার সৃষ্টি হতে;

আনলে সখি দৃপ্ত হাতে-ফাগুনেরই বাণী….

আমায় জাগালে নিশীথি রাতে নরম ছোয়ায়,

ঈশারায় মোহন বাঁশীর অগোচরে জাগিয়ে…

Manual7 Ad Code

তবে কী? তুমি ফাগুন হাওয়ার মিষ্টি ধ্বনি।।

তুমি কৃষ্ণচূড়ার পাঁপড়ি কুঞ্জে;

ফুল কুমারীর সাঁজে সাঁজে সাজাও-

পলাশ বকুলের ছোঁয়ায় প্রেমের মাল্যখানি;

আমায় সাজাও রাঙ্গাও আমায় দাও ভরে দাও,

শৃন্য হিয়ায় ধরিএীকে আবার সাজাই দিয়ে…

প্রেমের বানী –তুমি ফাগুন হাওয়ার মিষ্টি ধ্বনি।।

তুমি বসন্ত জাগ্রত মোর চারি দ্বারে,

আজি খুলিয়ো হৃদয়দল প্রিয় খুলিয়ো,

তবে ছন্নছাড়া জীবনে করো না বিড়ম্বিত মোরে-

মুই তো ফাগুনে ছোঁয়ায় তোমায় স্পর্শ করিতে চাহি;

পুরনো সকল কষ্ট ছাড়ি ভুলিয়া আপনপর…

Manual3 Ad Code

সখা তোমায় নিয়ে বাঁধিব সুখের ঘর।।