ঢাকা ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৪
দিলোযার হোসেন,ছাতক থেকে ::
ছাতকের হাসনাবাদ বাজার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গত ১৩ অক্টোবর হাসনাবাদ বাজার কমিটির মেয়াদ শেষ হওয়ায় পিরিল্লাপাড়, হাসনাবাদ,নৌকাকান্দি,তালুকপাড়া (একাংশ),আকুপুর,পুরান লম্বাহাটি,খাইরগাও,খরচখালি,নয়া লম্বাহাটি,শওলা,মোহনপুর ও তেরাপুর গ্রামের মুরুব্বিয়ান ও যুবকদের উপস্থিতে মুহাম্মদ হুশিয়ার আলী’র সাহেবের সভাপতিত্বে প্রথমে
মুরব্বি আলা উদ্দীন কে প্রধান উপদেষ্টা করে ১১জন সদস্য উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
মো: মিজানুর রহমান আমরু মিয়াকে সভাপতি, মো: কামাল মিয়াকে সাধারণ সম্পাদক,মো: নিজাম উদ্দিন সাংগঠনিক সম্পাদক, মো: জিল্লুল হক অর্থ সম্পাদক,মো: আলমাছ আলি আপ্পায়ন সম্পাদক, মো: আখল মিয়া দপ্তর সম্পাদক, মো: হেলাল মিয়া প্রচার সম্পাদক, মো: মনাউল্লাহ সহ সভাপতি, মো: চমক আলী সহ সভাপতি, মো: জয়নাল মিয়া সহ সেক্রেটারি, মো: নজরুল ইসলাম সহ সাংগঠনিক,মো: বিলাল মিয়া সহ আপ্পায়ন,মো: দিলোয়ার হেসেন সহ প্রচার সম্পাদক,মো: কবির মিয়া দপ্তর সম্পাদক,
করে ৩১ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটি গঠন করা হয়। পরিশেষে
পুরাতন কমিটির সকল কে নতুন কমিটির কাছে হিসাব পত্র বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে সভার কাজ শেষ করা হয়।
★ প্রতিষ্ঠাতা : মরহুম ফকির মোঃ কালা শাহ ★
★ সম্পাদক : মাহবুব আলম (মিলাদ) ★
★ বার্তা সম্পাদক : মোঃ রায়হান হোসেন ★
★ ব্যবস্থাপনা সম্পাদক : এফ এম হাসান ★
মোবাইল : 01613-274702 _01711-146100
ই-মেইল : banglarbarud@yahoo.com
Design and developed by BEST-BD