১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

কবি প্রণাম – শান্তা কামালী

বাংলা বারুদ
প্রকাশিত মে ৭, ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ণ
কবি প্রণাম – শান্তা কামালী

Manual4 Ad Code

কবি প্রণাম
শান্তা কামালী

শয়নে-স্বপনে ঘুমে-জাগরনে
তোমাকে ছুঁতে,পেতে রাখি দুটি কান,
ধুপের ধোঁয়ায় অরূপ ছোঁয়ায়
তুমি অন্তরে গাও গান।

Manual2 Ad Code

যতবারই আঁকি ভুল হয়ে যায়
হয় না সঠিক ছবি,
সারাটি জীবন ভরে প্রাণমন
হৃদয়ে রয়েছো কবি।

Manual4 Ad Code

যেখানে সৃষ্টি, দেখে যে দৃষ্টি
তোমার চরণ পাতা,
হাতে নিয়ে ফুল,ভেবেই আকুল
কোথায় ঠেকাবো মাথা?।

Manual3 Ad Code

 

৭/৫/২৫ইং সিলেট সদর

Manual2 Ad Code