ছাতকে ১২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ৩ মাদক কারবারির বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২৪

ছাতকে ১২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ৩ মাদক কারবারির বিরুদ্ধে মামলা

ছাতকে ১২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার
৩ মাদক কারবারির বিরুদ্ধে মামলা

 

 

আবুল হোসেন,ছাতক থেকেঃ-
ছাতক পৌরসভার চরেরবন্দ এলাকার সুরমা নদীর পাড় জনৈক সাত্তার মিয়ার বিল্ডিংয়ের নিচের খালি জায়গা থেকে ১৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে জব্দ করা হয়েছে।ছাতক থানা পুলিশ গত বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে এসব মদ জব্দ করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা এ সময় বিল্ডিংয়ের নিচে মদ রেখে পালিয়ে যায়। ছাতক থানার এসআই (নিঃ) মোঃ সিকান্দর আলী এসব মদ উদ্ধার করে জব্দ করা হয়।

 

উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে এ সি ব্লাক ৪৫ বোতল, মেক ডোয়েল ২৬ বোতল,আইসি বডকা ২০ বোতল ও অফিসার চয়েস ৯৪ বোতল।

 

এ ব্যাপারে পৌরসভার চরেরবন্দ গ্রামের জমির আলীর পুত্র নাছির মিয়া (৪০),হুসমত আলীর পুত্র সুহেল মিয়া (৩৫) ও ইসলাম উদ্দিনের (৪২) বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। থানার এস আই (নিঃ)মোঃ সিকন্দর আলী বাদী হয়ে এ ঘটনায় ছাতক থানার মামলা নং-০৩, তারিখ-০৩.১০.২০২৪ খ্রি.৩৬ (১), ২৪ (খ)/ ৪১ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে এস আই সনজয় সরকারকে।

 

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া হাসান মদ উদ্ধার ও ৩ জনের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান,ছাতক শহরকে মাদক মুক্ত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ