ঢাকা ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৫
ফকির হাসান :: সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জানুয়ারী-২০২৫খ্রি. মাসে সর্বোচ্চ মাদক উদ্ধার,মামলা নিষ্পত্তি সহ গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি,নিয়মিত মামলায় আসামীদের গ্রেফতার, সাজা-পরোয়ানা,তামিল ও নিষ্পত্তি, এনইআর দাখিল সহ সার্বিক বিষয়ে ভালো অর্জনের জন্য সুনামগঞ্জ জেলার মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় ছাতক থানার অফিসার ইনচার্জ মো.গোলাম কিবরিয়া হাসানকে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ঘোষণা করেন পুলিশ সুপার।
এ সময় সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম জেলার ১২ টি থানার মধ্যে ছাতক থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া হাসান‘কে জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা স্মারক প্রদান করেন।
এছাড়া সুনামগঞ্জ জেলায় পরোয়ানা তামিলে বিশেষ অবদান রাখায় ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই (নিঃ) মোঃ আব্দুস ছত্তার এবং সুনামগঞ্জ জেলায় ২য় সর্বোচ্চ পরোয়ানা তামিলকারী অফিসার ও সর্বোচ্চ মাদক উদ্ধারকারী হিসেবে ছাতক থানার এসআই (নিঃ) মোঃ সিকান্দর আলী, এএসআই (নিঃ) মোঃ তোলা মিয়া’কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
ছাতক থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদের বিশেষ পুরস্কার প্রদান করেছেন পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ পুলিশ লাইনে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান পিপিএম। সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও সার্কেল বৃন্দ উপস্থিত ছিলেন।
★ প্রতিষ্ঠাতা : মরহুম ফকির মোঃ কালা শাহ ★
★ সম্পাদক : মাহবুব আলম (মিলাদ) ★
★ বার্তা সম্পাদক : মোঃ রায়হান হোসেন ★
★ ব্যবস্থাপনা সম্পাদক : এফ এম হাসান ★
মোবাইল : 01613-274702 _01711-146100
ই-মেইল : banglarbarud@yahoo.com
Design and developed by BEST-BD