২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৬ হিজরি

হযরত মীর মাহিউদ্দিন হারুণ শাহ (ক.) মাজার শরিফ এন্তেজামিয়া কমিটির উদ্যোগে পবিত্র মাহে রমজানের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলার বারুদ
প্রকাশিত মার্চ ২৩, ২০২৫, ১১:৪৬ অপরাহ্ণ
হযরত মীর মাহিউদ্দিন হারুণ শাহ (ক.) মাজার শরিফ এন্তেজামিয়া কমিটির উদ্যোগে পবিত্র মাহে রমজানের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হযরত মীর মাহিউদ্দিন হারুণ শাহ (ক.) মাজার শরিফ এন্তেজামিয়া কমিটির উদ্যোগে
পবিত্র মাহে রমজানের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
গত ২১ মার্চ ২০২৫ শুক্রবার হাটহাজারী উপজেলার অন্তর্গত পূর্ব গুমানমর্দ্দন হারুণ ভান্ডার দরবার শরীফ এর মাজার প্রাঙ্গনে হযরত মীর মাহিউদ্দিন হারুণ শাহ (ক.) এর ওরশ ও মাজার শরিফ এন্তেজামিয়া কমিটির উদ্যোগে পবিত্র মাহে রমজানের ইফতার মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এতে হারুণ ভান্ডার দরবার শরীফের মোতোয়াল্লী মীর মো. কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। হারুণ ভান্ডার মাজার ও ওরশ কমিটির সভাপতি মোস্তফা আমিনুল ইসলাম, সেক্রেটারী মো. মোহসিন উল ইসলাম আগত সকল ভক্ত, এলাকাবাসীদের পবিত্র রমজানের এবং ঈদের আগমনে শুভেচ্ছা জ্ঞাপন করে এর মাধ্যমে হযরত মীর মো. হারুণ শাহ (ক.) এর জীবন চরিত্র নিয়ে আলোচনা করেন।

 

মাহফিল সাবেক সভাপতি, সেক্রেটারী মোরশেদুল আলম, মফিজুর রহমান এবং বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী নুরুল আজম চৌধুরী উপস্থিত ছিলেন। পরে হারুণ ভান্ডার জামে মসজিদের ইমাম মৌং তৌহিদুল আলম মিলাদ, কিয়াম ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল শেষ হয়।

আগামী ১৯ মে বার্ষিক ওরশ শরীফে সবাইকে দাওয়াত ও অংশগ্রহণের আহবান জানানো হয়।