২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৬ হিজরি

নৌ-পথে বাল্কহেড আবির বোডি (আবির এন্টারপ্রাইজ) তে ডাকাতি

বাংলার বারুদ
প্রকাশিত মার্চ ২২, ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ণ
নৌ-পথে বাল্কহেড আবির বোডি (আবির এন্টারপ্রাইজ) তে ডাকাতি

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রামের রাঙ্গুনিয়া বেতাগী যাওয়ার পথে জলদস্যুর ডাকাতির কবলে পড়ে আজ ২১ মার্চ শুক্রবার রাত নয়টায় আবির এন্টারপ্রাইজ নামীয় বাল্কহেড জাহাজটির তেল, নগদ টাকা, ইঞ্জিনের গুরুত্বপূর্ণ অংশ, স্টাফদের মোবাইল, ঘড়ি, নগদ টাকা সহ সমস্ত মালামাল লুটপাট ডাকাতি করে নিয়ে যায় ডাকাতদল।

 

এসময় জাহাজের পাঁচ জন স্টাফ পারভেজ সুকানি, দেলোয়ার মিস্ত্রি, হেলপার জিদান, সুজন, তানজিত প্রত্যেকেই ডাকাতদের আক্রমণে মারাত্মক আঘাত প্রাপ্ত হন।

 

এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আটকপূর্বক আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্হা করতে পুলিশ প্রশাসন, কোস্ট গার্ড এবং সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন রেজি নং বি ২১৪৮ চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ।

 

নেতৃবৃন্দ বলেন, পবিত্র রমজানে রোজা রেখে শ্রমিকরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তারা প্রতিনিয়ত ডাকাতির কবলে পড়ে সর্বশান্ত হচ্ছে, তারা কাজের পরিবেশ ও জীবনের নিরাপত্তা পাচ্ছে না সরকারের নিকট।

 

নেতৃবৃন্দ অনতিবিলম্বে ঘটনায় জড়িত ডাকাতদের জোর গ্রেফতারের দাবি জানান।