১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

সিলেটে নারীসহ আটক সেই চারজনকে ছেড়ে দিয়েছে পুলিশ

বাংলা বারুদ
প্রকাশিত মার্চ ৮, ২০২৫, ০৮:২৩ অপরাহ্ণ
সিলেটে নারীসহ আটক সেই চারজনকে ছেড়ে দিয়েছে পুলিশ

Manual1 Ad Code

সিলেটে নারীসহ আটক সেই চারজনকে ছেড়ে দিয়েছে পুলিশ

Manual2 Ad Code

 

ক্রাইম রিপোর্টার :: সিলেটে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও মাদকদ্রব্যসহ সেনাবাহিনীর হাতে আটক সেই চারজনকে ছেড়ে দিয়েছে পুলিশ।

 

শনিবার (৮ মার্চ) ভোররাতে তাদের ছেড়ে দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন শাহপরান (রহ.) থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

 

Manual6 Ad Code

এরআগে ৭ মার্চ বিকেলে সিলেট শহরতলীর পীরেরবাজারের শাহ সুন্দর মাজার এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে তিন নারীসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী।

 

এসময় বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

 

Manual1 Ad Code

এ ব্যাপারে ওসি মনির হোসেন বলেন, প্রাথমিক তদন্তে আটককৃতদের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। প্রতিহিংসা শিকার হয়েছে ঐ পরিবার।

 

তাদের ফাঁসাতে বাসার ভেতরে মাদকদ্রব্য অন্য কেউ রেখে গিয়েছিলো বলে আমরা ধারণা করছি।

 

Manual3 Ad Code

ওসি বলেন, এলাকাবাসীও তাদের ব্যাপারে কোন অপরাধমুলক কাজের তথ্য দিতে পারেনি। তাই তাদের সেনাবাহিনীর সঙ্গে আলাপ করে ছেড়ে দেওয়া হয়েছে।