সিলেটে নারীসহ আটক সেই চারজনকে ছেড়ে দিয়েছে পুলিশ

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৫

সিলেটে নারীসহ আটক সেই চারজনকে ছেড়ে দিয়েছে পুলিশ

সিলেটে নারীসহ আটক সেই চারজনকে ছেড়ে দিয়েছে পুলিশ

 

ক্রাইম রিপোর্টার :: সিলেটে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও মাদকদ্রব্যসহ সেনাবাহিনীর হাতে আটক সেই চারজনকে ছেড়ে দিয়েছে পুলিশ।

 

শনিবার (৮ মার্চ) ভোররাতে তাদের ছেড়ে দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন শাহপরান (রহ.) থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

 

এরআগে ৭ মার্চ বিকেলে সিলেট শহরতলীর পীরেরবাজারের শাহ সুন্দর মাজার এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে তিন নারীসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী।

 

এসময় বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

 

এ ব্যাপারে ওসি মনির হোসেন বলেন, প্রাথমিক তদন্তে আটককৃতদের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। প্রতিহিংসা শিকার হয়েছে ঐ পরিবার।

 

তাদের ফাঁসাতে বাসার ভেতরে মাদকদ্রব্য অন্য কেউ রেখে গিয়েছিলো বলে আমরা ধারণা করছি।

 

ওসি বলেন, এলাকাবাসীও তাদের ব্যাপারে কোন অপরাধমুলক কাজের তথ্য দিতে পারেনি। তাই তাদের সেনাবাহিনীর সঙ্গে আলাপ করে ছেড়ে দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ