১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

দোয়ারাবাজার থানা ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ২৩ জন গ্রেফতার

বাংলা বারুদ
প্রকাশিত মার্চ ২৩, ২০২৫, ১১:৪০ অপরাহ্ণ
দোয়ারাবাজার থানা ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ২৩ জন গ্রেফতার

Manual3 Ad Code

ফকির হাসান :: সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে ৪টি স্টিলবডি নৌকা, ৫টি ছোট কাঠের নৌকার সাথে ৫টি ড্রেজার মেশিন, ৮৫০ ঘনফুট বালু ও নগদ ১ লক্ষ ২০ হাজার টাকাসহ ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

Manual4 Ad Code

 

গ্রেফতারকৃতরা হলেন ১. রশিদ মিয়া (২৮), ২. মোঃ আজিজুর রহমান (২২), ৩. রাকিব হোসেন (২২), ৪. মোঃ আসাদ মিয়া (২৮), ৫. মোঃ সাদ্দাম হোসেন (৩৫), ৬. মেহেদী হাসান (২৫), ৭. সুমন মিয়া (১৮), ৮. আব্দুর নুর (২০) – (বিশম্ভরপুর থানার বাদেরটেক গ্রামের বাসিন্দা); ৯. আমির আলী (২৫), ১০. মোঃ সাদির হোসেন (২২), ১১. মোঃ আল আমিন (২৫)- (বিশম্ভরপুর থানার পূর্ব রামপুর গ্রামের বাসিন্দা); ১২. ফাহিম আহমদ (২২), ১৩. আশিকনুর (২৪) – (বিশম্ভরপুর থানার ফুলবাড়ি গ্রামের বাসিন্দা); ১৪. আঃ শহিদ (৫২), ১৫. সবুজ মিয়া (৩৮), ১৬. জানফর আলী (৩৫) – (দোয়ারাবাজার থানার সোনাপুর গ্রামের বাসিন্দা); ১৭. আব্দুল করিম (৩০) – (সদর থানার ছাতারপাড় গ্রামের বাসিন্দা); ১৮. মোঃ আব্দুল বাতেন (২৮), ১৯. মহিতুর রহমান (২২), ২০. মোঃ শাহিন আলম (২৩) – (সদর থানার হরুয়ারকান্দা গ্রামের বাসিন্দা); ২১. মোঃ জিয়াউর রহমান (২৭) – (সদর থানার ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা); ২২. মুমিন মিয়া (২৫), ২৩. জুনু মিয়া (২৫) – (জামালগঞ্জ থানার রাধানগর গ্রামের বাসিন্দা)।

 

Manual5 Ad Code

রবিবার (২৩ মার্চ) সকাল ১০টার দিকে দোয়ারাবাজার থানাধীন সোনাপুর এলাকায় সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তাদের গ্রেফতার করা হয়।

 

Manual8 Ad Code

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

Manual8 Ad Code