
মোঃ শাহজাহান খন্দকার,কুড়িগ্রাম থেকেঃ-
কুড়িগ্রামের উলিপুরে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেল উপজেলা অডিটোরিয়াম হল রুমে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
তাজুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন আতা এলাহী সোহাগ , মোঃ আইনুল ইসলাম যুগ্ন আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখা, ফয়সাল আহমেদ সাগর সদস্য সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখা। হাফিজ মোঃ রহুল আমিন সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হায়দার আালী মিঞা,সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয় বাদী দল (বিএনপি) উলিপুর উপজেলা শাখা, ওবায়দুর রহমান বুলবুল সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) উলিপুর উপজেলা শাখা। মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম ইসলামী আনন্দলোন সাধারণ সম্পাদক দক্ষিন উলিপুর উপজেলা শাখা। আব্দুল আজিজ নাহীদ আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখা। মোঃ মুকুল মিয়া সংগঠক কুড়িগ্রাম সদর।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন প্রভাষক মোঃ সাখাওয়াত হোসেন উলিপুর আদর্শ মহাবিদ্যালয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট পত্রিকার সাংবাদিকবৃন্দ।