১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

তদন্ত রিপোর্ট পত্রিকা ছাপানো বন্ধ করতে মুমিন আনসারীকে আইনি নোটিশ

বাংলা বারুদ
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৪, ১০:৩৯ অপরাহ্ণ

Manual6 Ad Code

নিজস্ব সংবাদদাতা: ঢাকা থেকে প্রকাশিত জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট, রেজি নং- ডিএ ৪২০/৯২ বেআইনিভাবে পত্রিকা ছাপানো বন্ধ করা সহ এ পত্রিকা সংশ্লিষ্ট সকল প্রকার কার্যক্রম বন্ধ করতে কথিত ভারপ্রাপ্ত সম্পাদক দাবিদার এম.এ মুমিন আনসারীকে লিগ্যাল নোটিশ প্রদান করেছেন পত্রিকার মূল ভারপ্রাপ্ত সম্পাদক ফকির মোহাম্মদ হাসান।

 

ফকির মোহাম্মদ হাসানের পক্ষে অদ্য সোমবার (০৯ ডিসেম্বর) ২০২৪ ইং তারিখে এম.এ মুমিন আনসারীকে তার ঠিকানা অনুযায়ী সিলেট জজ কোর্টের এডভোকেট ইয়াছমিন বেগম এ নোটিশ প্রদান করেন।

 

Manual7 Ad Code

লিগ্যাল নোটিশ সুত্রে জানা গেছে- ফকির মোহাম্মদ হাসানের পিতা জীবিত থাকাকালীন সময়ে তিনি তদন্ত রিপোর্ট পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন এবং পরবর্তীতে তার পিতা বিগত ২০/০৫/২০২৪ ইং তারিখে মৃত্যুবরণ করায় তিনি পিতার উত্তরাধিকারী সুত্র এই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসাবে দায়িত্ব প্রাপ্ত হোন।

 

তিনি দায়িত্ব প্রাপ্ত থাকাকালীন সময়ে এম.এ মুমিন আনসারী এ পত্রিকার দায়-দায়িত্ব নিতে ইচ্ছে পোষন করলে একপর্যায়ে তিনি তার প্রস্তাবে রাজি হয়ে বিগত ১২/০৯/২০২৪ ইং তারিখে ৩০০/- (তিন শত) টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে একখানা হস্তান্তর নামা সম্পাদন করার পর এম.এ মুমিন আনসারী তার সঙ্গে অসৌজন্যমূলক এবং অসংগতিপূর্ণ আচরণ করার পরিপ্রেক্ষিতে তিনি এম.এ মুমিন আনসারীকে পত্রিকা ছাপানো বন্ধ করা সহ পত্রিকার সকল কার্যক্রম বন্ধ করতে নিষেধ করেন।

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

কিন্তু তিনি কিছু দিন পর বিশস্ত সুত্রে জানতে পারেন তার অনুমতি ব্যতিত বেআইনীভাবে সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকার প্রকাশনাসহ প্রতিনিধি নিয়োগ এর নামে মফস্বল পর্যায়ের সাংবাদিকদের সঙ্গে প্রতারণা করিতেছেন এম.এ মুমিন আনসারী।

 

Manual7 Ad Code

অদ্য সোমবার (০৯ ডিসেম্বর) ২০২৪ ইং তারিখ হইতে বেআইনিভাবে পত্রিকার প্রকাশনা ও প্রতিনিধি নিয়োগের নামে প্রতিনিধি বাণিজ্যসহ পত্রিকা সংশ্লিষ্ট সমূহ কার্যক্রম হইতে বিরত থাকার জন্য এম.এ মুমিন আনসারীকে নিষেধ প্রদান করেন। নতুবা কথিত ভারপ্রাপ্ত সম্পাদক পরিচয়দাতা এম.এ মুমিন আনসারীর বিরুদ্ধে আইননুসারে ব্যবস্থা গ্রহণ করিতে বাধ্য হবেন ভারপ্রাপ্ত সম্পাদক ফকির হাসান।

 

এ বিষয়ে সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ফকির হাসান বলেন- আমি মফস্বল পর্যায়ের সাংবাদিক বন্ধুগণের নিকট বিনীত আহ্বান জানাচ্ছি যে এম.এ মুমিন আনসারী আজ থেকে এই পত্রিকার কেউ নয়, এমনকি তার দ্ধারা পত্রিকা সংশ্লিষ্ট বিষয়ে কেউ কোন প্রতারণার শিকার হলে তার দায়বদ্ধতা আমি নিবো না।

 

এ ছাড়াও যদি কেউ পত্রিকা সংশ্লিষ্ট কোন বিষয়ে যোগাযোগ করতে আগ্রহী হোন তাহলে অনুগ্রহ করে সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হিসেবে আমার মনোনীত মোঃ রায়হান হোসেন, উনার ব্যবহৃত মোবাইল ০১৭১৯-১৯৪৪৯৩ নাম্বারে যোগাযোগ করার জন্য সকলের নিকট অনুরোধ জানাচ্ছি।