তাহিরপুরে যাদুকাটা নদীর পাড় কাটার অপরাধে ২৬ জনকে কারাদণ্ড প্রদান

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৪

তাহিরপুরে যাদুকাটা নদীর পাড় কাটার অপরাধে ২৬ জনকে কারাদণ্ড প্রদান

ফারহান আহমদ, সুনামগঞ্জ থেকে ::

সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলনের দায়ে ২৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এবং বালু বহনকারী ৫টি বাল্কহেড নৌকা তাহিরপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। গত (১৫ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কারাদণ্ড দেয়া হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ২৬ জনের মধ্যে ১৯ জনকে ৩ মাস, ৬ জনকে ২১ দিন ও একজনকে ৫০ হাজার টাকা এবং ৫টি বাল্কহেড নৌকা পুলিশে হস্তান্তর করা হয়।

এর আগে রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত যাদুকাটা নদীতে পুলিশ, বিজিবি ও ব্যাটেলিয়ন আনসারসহ যৌথ অভিযান পরিচালিত হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সুনামগঞ্জ সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) আমজাদ হোসেন স্যারের নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালিত হয়েছে।

গ্রেপ্তারকৃত ২৬ জনকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ