ঢাকা ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০২৪
” আমার কেন বিয়ে টিকে নাই? “…এই বাস্তব কাহিনী নিয়ে আমি একটা উপন্যাস লিখলে, কোনো প্রকাশক কি ছাপাতে ইচ্ছুক?
হাটে, মাঠে, ঘাটে, পারসোনাল কাজে, ভ্রমণে, গল্পগুজবে, সোশ্যাল গেদারিং এ, চায়ের আসরে, অল্প বা বেশি পরিচয়ে, এই প্রশ্নের উত্তর এতো বেশি মানুষের কাছে দিয়ে তাদের কৌতুহল মেটাতে হয় যে, যদি তার ২০% মানুষও বইটা পড়ে এই প্রশ্নের উত্তর জানতে চায়, তাহলেও প্রকাশনার খরচ উঠে গিয়ে বড় অংকের মুনাফা থাকবে প্রকাশকের, এ আশা করাই যায়। সাথে গত অর্ধ যুগ থেকে একই ভাঙা রেকর্ড বারবার বর্ণনা করা থেকে আমিও রেহাই পাই।
উপরোল্লিখিত শিরোনামে আমার বাস্তবতা নিয়ে, আমার লেখা বই যদি কোনো প্রকাশক প্রকাশ করতে ইচ্ছুক হন (রয়ালিটি প্রদান সহ) , অনুগ্রহ করে ইনবক্সে যোগাযোগ করুন। এ বিষয় শোনার আগ্রহ যতো মানুষের আছে, তাতে এই বই হট কেকের মতো চলবে বলে আশা করা যায়। বাকি আল্লাহ ভরসা।
লেখকঃ- রোখশানা রফিক
★ প্রতিষ্ঠাতা : মরহুম ফকির মোঃ কালা শাহ ★
★ সম্পাদক : মাহবুব আলম (মিলাদ) ★
★ বার্তা সম্পাদক : মোঃ রায়হান হোসেন ★
★ ব্যবস্থাপনা সম্পাদক : এফ এম হাসান ★
মোবাইল : 01613-274702 _01711-146100
ই-মেইল : banglarbarud@yahoo.com
Design and developed by BEST-BD