কবিতা: “মেঘের বাড়ি”

প্রকাশিত: ৩:৪৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০২৪

কবিতা: “মেঘের বাড়ি”

*কবিতা:”মেঘের বাড়ি”

*লেখক: মোঃআশিকুর সরকার (রাব্বি)*

“মেঘলা দিনে তোমায় নিয়ে যাবো মেঘের বাড়ি।
“মেঘ তুমি করো নাগো আমার সঙ্গে আড়ি।

“তুমি আমি মেঘের বৃষ্টিতে ভিজতে আমি রাজী।
“ও মেঘ তুমি সাথে থেকো স্বপ্ন দেবো পারি।

“তোমার ভেজা চুলে মেঘ ছুয়েছে যে আজি।
“মেঘের মতো আমিও কি তোমায় ছুতে পারি।

“ঝুম ঝুম শব্দে মেঘেরা দিচ্ছে হাতছানি।
“মন কি আর ঘরে রই বৃষ্টিতে ভেজার ইচ্ছে কতখানি।

“মেঘ তুমি রাগ করো না করো অভিমান।
“রেগে তুমি দিও নাগো হঠাৎ বর্জ্রপাত।

“চলনা আজ দুজন মিলে হাত রেখে হাত চলি।
“বৃষ্টি ভেজায় পা ভেজাবো শহরের অলিগলি।

“ও মেঘ তুমিও চলো বৃষ্টি কে নিয়ে সাথে।
“মানবো আর কোন বাঁধা
চলবো একসাথে।

“মেঘলা দিনে তোমায় নিয়ে যাবো মেঘের বাড়ি।
“ও মেঘ তুমি করো নাগো আমার সঙ্গে আড়ি।