শাহপরাণ থানা পুলিশের অভিযানে পঞ্চাশ বস্তায় ভারতীয় চিনি সহ ০৩ জন আটক

প্রকাশিত: ৮:২৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৪

শাহপরাণ থানা পুলিশের অভিযানে পঞ্চাশ বস্তায় ভারতীয় চিনি সহ ০৩ জন আটক

শাহপরাণ থানা পুলিশের অভিযানে পঞ্চাশ বস্তায় ভারতীয় চিনি সহ ০৩ জন আটক

 

ফয়সাল মাহবুব, সিলেট থেকে ::
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ৫০ (পঞ্চাশ) বস্তায় ২,২৬০ (দুই হাজার দুইশত ষাট) কেজি ভারতীয় চিনি, মূল্য ২,৭১,২০০/- (দুই লক্ষ একাত্তর হাজার দুইশত) টাকা সহ ০৩ জন আটক।

২৭/০৯/২০২৪ খ্রিঃ তারিখ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), এসএমপি, সিলেট মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা এবং শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মহোদয়ের তদারকিতে শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই(নিঃ) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার-ফোর্সসহ বিশেষ অভিযান ডিউটি করাকালে ২৭/০৯/২০২৪খ্রিঃ তারিখ অনুমান ১৬.৩০ ঘটিকায় শাহপরাণ (রহঃ) থানাধীন পীরের বাজার এলাকায় ডিউটি করার সময় সংবাদ পান যে, শাহপরাণ (রহঃ) থানাধীন বটেশ্বর বাজারে পান্না মার্কেটে তামাম বস্ত্রালয়ে ভারতীয় চিনি সিলেট শহরের দিকে নিয়ে যাওয়ার জন্য বস্তা প্যাকেট জাত করতেছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ২৭/০৯/২০২৪খ্রিঃ তারিখ ১৬.৪৫ ঘটিকার সময় অফিসার ইনচার্জ, শাহপরাণ (রহঃ) থানাসহ থানাধীন বটেশ্বর বাজারে পান্না মার্কেটে তামাম বস্ত্রালয়ে উপস্থিত হয়ে ০৩ জন ব্যক্তিকে ভারতীয় চিনি প্যাকেটজাত করার সময় ধৃত করেন।

 

ধৃত অভিযুক্তদেরকে জিজ্ঞাসাবাদে তাদের নাম ঠিকানা ১। মোঃ সুফিয়ান (৪১), পিতা- মৃত আতিব আলী, সাং- কানুগুল, থানা- শাহপরাণ (রহঃ), জেলা-সিলেট, ২। অঞ্জন রায় (৩৫), পিতা- অনন্ত রায়, সাং- খানচা বাগান, থানা- জৈয়ন্তিয়াপুর, জেলা-সিলেট, ৩। মোঃ কলিম উদ্দিন (৩৪), পিতা- মোঃ মুনাই মিয়া, সাং- বড় মাকুয়া, থানা- নবীগঞ্জ, জেলা- হবিগঞ্জ, বর্তমানে সাং- মলাইটিলা, খাদিমপাড়া, থানা- শাহপরাণ (রহঃ), জেলা-সিলেট প্রকাশ করে এবং দোকানের ভিতরে ভারতীয় চিনি আছে বলে জানালেও ভারতীয় চিনি সংক্রান্তে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত অভিযুক্ত ১। মোঃ সুফিয়ান (৪১), ২। অঞ্জন রায় (৩৫),৩। মোঃ কলিম উদ্দিন (৩৪) দের দখল ও হেফাজতে থাকা প্লাষ্টিকের বস্তায় রক্ষিত ৪০ বস্তা ভারতীয় চিনি প্লাষ্টিকের বস্তার গায়ে ইংরেজীতে INDIA WHITE CRYSTAL SUGAR, SHREE SHRI HHATRA PATI-S.S.K.LTD সহ আরো অনেক ইংরেজী শব্দ আছে। প্রতি বস্তায় অনুমান ক) ৪৯ (উনপঞ্চাশ) কেজি করে সর্বমোট (৪৯×৪০)=১৯৬০ (এক হাজার নয়শত ষাট) কেজি, প্রতিটি কেজি চিনির অনুমান মূল্য ১২০ টাকা করে মোট (১৯৬০×১২০)=২,৩৫,২০০/- (দুই লক্ষ পয়ত্রিশ হাজার দুইশত) টাকা এবং খ) ১০ বস্তা ভারতীয় চিনি, প্রতি বস্তায় ৩০ কেজি করে (১০×৩০)=৩০০ (তিনশত) কেজি, প্রতি কেজির ভারতীয় চিনির মূল্য-১২০/- করে মোট (১২০×৩০০)=৩৬,০০০/-(ছয়ত্রিশ হাজার) টাকাসহ সর্বমোট (২,৩৫,২০০+৩৬,০০০) =২,৭১,২০০/- (দুই লক্ষ একাত্তর হাজার দুইশত) টাকা পর্যাপ্ত দিনের আলোতে ২৭/০৯/২০২৪ খ্রিঃ তারিখ ১৭.৩০ ঘটিকায় বিধি মোতাবেক জব্দ করেন।

 

উক্ত ঘটনায় ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে শাহপরাণ (রঃ) থানার এফআইআর নং-৩৪, তারিখ- ২৭ সেপ্টেম্বর, ২০২৪; ধারা- 25B(1)(b)/25D The Special Powers Act, 1974 রুজু হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ