৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

হজ ও ঈদের যে সিদ্ধান্তের কথা জানাল সৌদি আরব

বাংলার বারুদ
প্রকাশিত মে ২৬, ২০২৫, ১১:২১ পূর্বাহ্ণ
হজ ও ঈদের যে সিদ্ধান্তের কথা জানাল সৌদি আরব

ছবি : সংগৃহীত

 

বারুদ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা ও হজের তারিখ নির্ধারণে সৌদি আরবের সর্বোচ্চ আদালত মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে।

রোববার (২৫ মে) এক বিবৃতিতে আদালত দেশটির নাগরিকদের প্রতি অনুরোধ করেছে, কেউ যদি খালি চোখে বা দূরবীন দিয়ে চাঁদ দেখতে পান, তবে তারা যেন কাছাকাছি কোনো আদালতে গিয়ে সে সাক্ষ্য রেজিস্ট্রেশন করেন।

 

চাঁদ দেখার জন্য সৌদি আরবে বিভিন্ন অঞ্চলে সরকারি পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে এবং জনগণকে এসব কমিটির সঙ্গে অংশ নেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।

 

হজ শুরু হয় প্রতি বছর জিলহজ মাসের ৮ তারিখ এবং চলে ১৩ তারিখ পর্যন্ত। এবার যদি ২৭ মে চাঁদ দেখা যায়, তাহলে ১ জিলহজ হবে ২৮ মে এবং হজ পালিত হবে ৪ জুন থেকে ৯ জুন পর্যন্ত। সেক্ষেত্রে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে শুক্রবার, ৬ জুন।

 

যদি ২৭ মে চাঁদ দেখা না যায়, তাহলে জিলক্বদ মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং ১ জিলহজ্ব শুরু হবে ২৯ মে থেকে। সে ক্ষেত্রে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে শনিবার, ৭ জুন।

তবে জিলক্বদ মাস শেষে সৌদি সরকারের চাঁদ দেখার ঘোষণার ওপর চূড়ান্ত তারিখ নির্ভর করবে।