ভেনেজুয়েলায় মার্কিন হামলার পর প্রথম প্রকাশ্য বিবৃতিতে যা বললেন বিরোধী দলীয় নেত্রী মাচাদো
স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার:– মার্কিন হামলার পর প্রথম প্রকাশ্য বিবৃতি দিলেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদো। বিবৃতিতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর জায়গায় বিরোধী নেতা এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়াকে দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বাংলার বারুদ ডেস্ক
ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদো।
মাচাদো বহু আগে থেকেই ভেনেজুয়েলার মাদুরো সরকারকে উৎখাতের কথা বলে আসছেন। এমনকি এজন্য তিনি প্রকাশ্যেই মার্কিন সামরিক হস্তক্ষেপের আহ্বানও জানান। গত বছর তাকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। এর ফলে নরওয়ের সঙ্গে মাদুরো সরকারের কূটনৈতিক টানাপোড়েন দেখা দেয়।
শনিবার (৩ জানুয়ারি) এক্স-এ প্রকাশিত এক চিঠিতে মাচাদো বলেছেন, ‘আলোচনার মাধ্যমে সমাধান গ্রহণে অস্বীকৃতি জানানোর’ পর যুক্তরাষ্ট্র মাদুরোকে অপসারণ করেছে এবং মাদুরোর বিরোধীরা এখন ‘আমাদের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা দখল করতে প্রস্তুত’। বার্তায় তিনি এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়াকে অবিলম্বে প্রেসিডেন্ট পদ গ্রহণের আহ্বান জানান।
২০২৪ সালের জুলাইয়ে ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন হয়। এই নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বিপক্ষে লড়েন বিরোধী প্রার্থী গঞ্জালেজ (৭৫)। নির্বাচনের ফলাফল নিয়ে বিরোধ দেখা দেয়। মাদুরোকে জয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কর্তৃপক্ষ। তবে বিরোধীরা এই ফলাফল মানতে অস্বীকৃতি জানায়। তারা দাবি করে, নির্বাচনে বিরোধী প্রার্থী গঞ্জালেজ জয়ী হয়েছেন।
বিতর্কিত নির্বাচনের পর থেকে বিরোধীদের ওপর দমন-নিপীড়ন চালিয়ে আসছে মাদুরো সরকার। এরপর গঞ্জালেজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন দেশটির একটি আদালত। তার বিরুদ্ধে উসকানির অভিযোগ আনা হয়। এ ছাড়া অন্যান্য অপরাধের অভিযোগও আনা হয়। এমন পরিস্থিতিতে দেশ ছেড়ে স্পেনে আশ্রয় নেন।
কয়েক মাসের অব্যাহত সামরিক চাপ ও হুমকি-ধামকির পর আজ শনিবার (৩ জানুয়ারি) ভোরে ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত করেন, মার্কিন বাহিনী ‘ভেনেজুয়েলা এবং এর নেতার বিরুদ্ধে একটি বৃহৎ পরিসরে হামলা‘ চালিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ট্রাম্প বলেন, মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার পরিচালিত অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে এবং বিমানে করে তুলে আনা হয়েছে’।