নিজস্ব প্রতিবেদক: উন্নত চিকিৎসা নিশ্চিতের প্রতিশ্রুতিতে, 𝐁𝐞𝐥𝐭 & 𝐑𝐨𝐚𝐝 𝐇𝐞𝐚𝐥𝐭𝐡𝐜𝐚𝐫𝐞 𝐂𝐞𝐧𝐭𝐞𝐫 চট্টগ্রামে আয়োজন করতে যাচ্ছে চীনের বিশেষজ্ঞ ডাক্তারদের অংশগ্রহণে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রোগ্রাম। তবে এই আয়োজনে সর্বনিম্ম ৮ জন ডাক্তার থাকবেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
এ ব্যাপারে 𝐁𝐞𝐥𝐭 & 𝐑𝐨𝐚𝐝 𝐇𝐞𝐚𝐥𝐭𝐡𝐜𝐚𝐫𝐞 𝐂𝐞𝐧𝐭𝐞𝐫 কালধারা’কে জানান, ১০ জন চীনা বিশেষজ্ঞ চিকিৎসক পরামর্শ দেবার কথা রয়েছে। আগামী শনিবার (১০ জানুয়ারি) নগরের আগ্রাবাদে বেস্ট ওয়েস্টার্ন হোটেলে ডাক্তারদের একটি টিম চিকিৎসা পরামর্শ দিবেন।
এদিন সকাল ১০ টা হতে বাংলাদেশী চিকিৎসকদের তত্ত্বাবধানে চায়নার বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে পাবেন ক্যান্সা র, অর্থোপেডিক্স ও প্লাস্টিক সার্জারি, প্রজনন রোগ, মূত্র ও মূত্র নালি এবং মেডিসিন এর জটিল সব রোগের চিকিৎসা সমাধান বিনামূল্যে প্রদান করবেন চীনের শীর্ষ দুটি হাসপাতাল শেনজেন হেংশেন হাসপাতাল এবং গুয়াংজু ফোসুন চানচেং হাসপাতাল এর বিশেষজ্ঞরা।