ঢাকা ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৪
video 11দুর্নীতির মহাৎসব কাকে বলে দেখুন।২০১৯ সালের আগে কারা মাথার ঘাম পায়ে ফেলে মাদ্রাসায় পাঠদান করিয়েছিল।অথচ এমপিও ভুক্ত হওয়ার পর টাকার কাছে বিক্রি হয়ে বিভিন্ন জেলা থেকে শিক্ষক এনে ২০০৩,২০০৯ ও ২০১৫ তে নিয়োগ দেখানো হয়েছে।অথচ ২০১৯,২০২০,২০২১ সালের আগে উনাদের কাউকেই আমতৈল গ্রাম বাসী একদিনও দেখে নাই।যে গ্রামবাসী মাদ্রাসা এমপিও ভুক্ত হওয়ার আগ পর্যন্ত শ্রম,মেধা ও অর্থ দিয়ে মাদ্রাসা পরিচালনা করলেন,সেই গ্রামবাসীকেও এতদিন জানতে দেওয়া হয় নাই যে এখানে কোটি টাকার উপর শিক্ষক বানিজ্য হয়েছে।কিছু রাঘব বোয়াল দ্বারা তা আত্মসাৎ করা হয়েছে।
আল্লাহর গজব পড়বে আপনাদের উপর।
★ প্রতিষ্ঠাতা : মরহুম ফকির মোঃ কালা শাহ ★
★ সম্পাদক : মাহবুব আলম (মিলাদ) ★
★ বার্তা সম্পাদক : মোঃ রায়হান হোসেন ★
★ ব্যবস্থাপনা সম্পাদক : এফ এম হাসান ★
মোবাইল : 01613-274702 _01711-146100
ই-মেইল : banglarbarud@yahoo.com
Design and developed by BEST-BD