নিয়োগ বানিজ্যের মাধ্যমে কোটি টাকা আত্নসাতকারী সুপার রায়হানুদ্দীন এর অপসারণের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ২:০০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৪

নিয়োগ বানিজ্যের মাধ্যমে কোটি টাকা আত্নসাতকারী সুপার রায়হানুদ্দীন এর অপসারণের দাবিতে মানববন্ধন

video 11দুর্নীতির মহাৎসব কাকে বলে দেখুন।২০১৯ সালের আগে কারা মাথার ঘাম পায়ে ফেলে মাদ্রাসায় পাঠদান করিয়েছিল।অথচ এমপিও ভুক্ত হওয়ার পর টাকার কাছে বিক্রি হয়ে বিভিন্ন জেলা থেকে শিক্ষক এনে ২০০৩,২০০৯ ও ২০১৫ তে নিয়োগ দেখানো হয়েছে।অথচ ২০১৯,২০২০,২০২১ সালের আগে উনাদের কাউকেই আমতৈল গ্রাম বাসী একদিনও দেখে নাই।যে গ্রামবাসী মাদ্রাসা এমপিও ভুক্ত হওয়ার আগ পর্যন্ত শ্রম,মেধা ও অর্থ দিয়ে মাদ্রাসা পরিচালনা করলেন,সেই গ্রামবাসীকেও এতদিন জানতে দেওয়া হয় নাই যে এখানে কোটি টাকার উপর শিক্ষক বানিজ্য হয়েছে।কিছু রাঘব বোয়াল দ্বারা তা আত্মসাৎ করা হয়েছে।
আল্লাহর গজব পড়বে আপনাদের উপর।

এ সংক্রান্ত আরও সংবাদ