ঢাকা ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৪
নামাজ পড়ে দক্ষিণ সুরমার বাসায় যাওয়া হলো না পুলিশ সদস্য জহিরুলের
এফ এম হাসান : এশার নামাজ পড়ে বাসায় যাওয়া হলো না সিলেটের দক্ষিণ সুরমা থানার পুলিশ সদস্য (কনস্টেবল) জহিরুল হকের। ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণহানী ঘটেছে তাঁর।
বুধবার রাত সোয়া ৯টার দিকে দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চট্রগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের নিচে কাটা পড়ে তিনি মারা যান। মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন তাঁর ছেলে রাশেদুল হাসান রাজু।
নিহত জহিরুল হক সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার মাটিয়ারবহর গ্রামের বাসিন্দা। তিনি দক্ষিণ সুরমার শিববাড়ি বন্দরঘাট এলাকার উস্তার মিয়ার বাসায় ভাড়া থাকতেন।
রাজু জানান, তার বাবা জহিরুল হক এশার নামাজ পড়ার জন্য শিববাড়ি আহলে সুন্নাত জামে মসজিদে যান। নামাজ পড়ে বাসায় ফেরার পথে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা ও জিআরপি থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।
প্রতিষ্ঠাতা : মরহুম ফকির মোঃ কালা শাহ
উপদেষ্টা : রাসেল আহমদ (লন্ডন প্রবাসী)
সম্পাদক : মাহবুব আলম (মিলাদ)
বার্তা সম্পাদক : মোঃ রায়হান হোসেন
ব্যবস্থাপনা সম্পাদক : এফ এম হাসান
মোবাইল : 01711-146100 01613-274702
ই-মেইল : banglarbarud@yahoo.com
Design and developed by BEST-BD