১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

গাজীপুর-৫ (কালীগঞ্জে – পুবাইল,বাইড়া)আসনে জনতার দলের মনোনয়নপত্র সংগ্রহ

বাংলা বারুদ
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৫, ০৭:২৩ অপরাহ্ণ
গাজীপুর-৫ (কালীগঞ্জে – পুবাইল,বাইড়া)আসনে জনতার দলের মনোনয়নপত্র সংগ্রহ

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার

Manual2 Ad Code

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জে – পুবাইল,বাইড়া)আসনে জনতার দল মনোনীত প্রার্থী জনতার দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আলহাজ্ব আজম খান এর‌ পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ।

সোমবার (২২ ডিসেম্বর) বিকালে ১৯৮ গাজীপুর-৫ আসনের সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মো. কামরুল ইসলাম এর কার্যালয় থেকে জনতার দল মনোনীত প্রার্থী আলহাজ্ব আজম খান এর‌ পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জনতার দল কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমান।

Manual2 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন জনতার দল কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম, জনতার সহ সভাপতি মিনহাজ আবেদীন (বিশাল), কালীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ শরিফ হোসেন খান, সদস্য সোলাইমান শেখ, কালীগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, আলমগীর হোসেন,পূমুখ।

জনতার দল কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমান আমাদের প্রতিনিধিকে জানান জনতার দল এর মনোনীত গাজীপুরের ৫ আসনের কালীগঞ্জ( পুবাইল, বাড়িয়া) আসনের জন নেতা আলহাজ্ব আজম খানের পক্ষ থেকে আমি সহ কালীগঞ্জ উপজেলা জনতার দলের নেতৃত্ব বৃন্দ মনোনয়ন ক্রয় করি,আমরা আশা করি আমাদের নেতা আজম খান বিপুল ভোটের ব্যবধানে বিজয় এর লক্ষে আমারা জনতার দল ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছি, আমরা জয়ের লক্ষে কাজ করে যাব।

Manual2 Ad Code

জনতার দল কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম বলেন আমাদের নেতা আযম খান,ক্লিন ইমেজ এর লোক, আমরা আমাদের নেতার জন্য সবাই মিলে মিশে একত্রে কাজ করে ভোটারদের মন খুশি করে আমাদের দলের সদস্য সচিব আজম খান কে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করতে চেষ্টা করছি, আসুন আমরা ঐক্য বদ্ধ হয়ে আমাদের প্রিয় কালীগঞ্জকে সূখী ও সমৃদ্ধ করার জন্য একটি বার আজম খান কে সংসদ সদস্য হিসেবে কাজ করার সূযোগ করে দেই।আমরা সকালে বেঁধেছি জোট কলম মার্কাায় দিবো ভোট।

Manual2 Ad Code