১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে বিএনপি সহ তিন দলের মনোনয়নপত্র সংগ্রহ

বাংলা বারুদ
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ণ
কালীগঞ্জে বিএনপি সহ তিন দলের মনোনয়নপত্র সংগ্রহ

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন, বৃহত্তর সুন্নী জোটের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সহ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা সাধারণ সম্পাদক মাওলানা মো. আল-আমিন দেওয়ান ও গণফোরাম মনোনীত গণফোরাম কেন্দ্রীয় নেতা মো. সোহেল মিয়া মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে ১৯৮ গাজীপুর-৫ আসনের সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মো. কামরুল ইসলাম এর কার্যালয় থেকে বিএনপি মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলন এর পক্ষে কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবীর মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সদস্য আশরাফি হাবিবুল্লাহ, মো. সোলেমান আলম, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

Manual4 Ad Code

বৃহত্তর সুন্নী জোটের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত মাওলানা মো. আল-আমিন দেওয়ান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য মো. আলী হোসেন ভূইয়া, উপজেলা সহ-সভাপতি ডা. মো. আজমল হোসেন মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী ও মাওলানা মো. আওলাদ হোসেনকে সাথে নিয়ে মনোনয়নপত্র গ্রহণ করেছেন।

এছাড়াও গণফোরাম মনোনীত প্রার্থী মো. সোহেল মিয়ার পক্ষে মো. মেজবাহ উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

Manual6 Ad Code

গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু জানিয়েছেন, আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গাজীপুর-৫ আসনে ধানের শীষের কান্ডারী বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন এর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন এর জন্য সবার কাছে দোয়া চাই।

Manual2 Ad Code

১৯৮, গাজীপুর-৫ আসনে নির্বাচনী পরিবেশ স্বাভাবিক থাকলে ধানের শীষের কান্ডারী সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন বিপুল ভোটে জয়ী হবেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য মো. আলী হোসেন ভূইয়া খোকন বলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত মাওলানা মো. আল-আমিন দেওয়ান একজন যোগ্য প্রার্থী।

Manual8 Ad Code

রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে বৃহত্তর সুন্নী জোট মনোনীত প্রার্থী মাওলানা মো. আল-আমিন দেওয়ান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ভোটাররা যদি পাশে থাকেন, সর্মথন এবং ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে সংসদীয় আসনকে শিল্প-সাহিত্যের অনন্য নগরী হিসেবে গড়ে তোলাড় জন্য কাজ করবেন।

আমরা সবাই মিলে চেয়ার প্রতীকের পক্ষে কাজ করে বিজয়ী করে আনব ইনশাআল্লাহ।