১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

সৌদি আরব পঞ্চিমাঞ্চল বিএনপির উদ্যোগে সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়ার দোয়া মাহাফিল

বাংলা বারুদ
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ
সৌদি আরব পঞ্চিমাঞ্চল বিএনপির উদ্যোগে সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়ার দোয়া মাহাফিল

Manual4 Ad Code
সৌদি আরব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-এর চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় সৌদি আরব পঞ্চিমাঞ্চল বিএনপির উদ্যোগে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২ই জানুয়ারি রোজ শুক্রবার বিকেলে জেদ্দা একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত দোয়া এ দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিল পূর্বে প্রিয় নেত্রীর জন্য সকলের নিকট দোয়া কামনা করেন সৌদি আরব পঞ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। তিনি বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ঐক্যের প্রতীক। তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমৃত্যু লড়াই করে গেছেন।
 
এই সময় বক্তারা বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে বলেন, বাংলাদেশের ভূখণ্ডে যতদিন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই থাকবে, ততদিন মুক্তিকামী দেশপ্রেমিক জনগন তাঁর জীবন থেকে সাহস ও প্রেরণা খুঁজে নেবে।
আহবায়ক কমিটির সদস্য টিপু সুলতানের সঞ্চালনায় দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন যুগ্ম আহবায়ক মাঈন চৌধুরী, ইন্জিনিয়ার নুরুল আমিন, শেখ মোস্তাক, আলমগীর হোসেন, জহিরুল ইসলাম হিরো, মাওলানা আছাব উদ্দিন, রফিকুল ইসলাম চৌধুরী, সিটিজি আলাউদ্দিন, শফিক আহম্মেদ, ইকবাল, সাহাব উদ্দিন সহ আরো অনেকেই। এই সময় উপস্থিত ছিলেন সৌদি আরব পঞ্চিমাঞ্চল বিএনপির, যুবদল, স্বেচ্ছাসেবক, শ্রমিকদল, ওলামাদল ও জাসাস সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।