১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ী স্বাস্থ্যসেবার উৎকর্ষতা বজায় রাখতে ফেসবুকে তথ্যনির্ভর প্রচারণার আহবান ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির।

বাংলা বারুদ
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১০:৩৩ অপরাহ্ণ
পলাশবাড়ী স্বাস্থ্যসেবার উৎকর্ষতা বজায় রাখতে ফেসবুকে তথ্যনির্ভর প্রচারণার আহবান ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির।

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি।

Manual1 Ad Code

গাইবান্ধার পলাশবাড়ীতে উন্নত ও আস্থাশীল চিকিৎসার মাধ্যমে মানুষের স্বাস্থ্যসেবার চলমান অগ্রগতি ও উৎকর্ষতা বজায় রাখতে সামাজিক ফেসবুকে তথ্যনির্ভর প্রচারণার আহবান জানিয়েছেন প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক মালিক সমিতির নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পৌরশহরের কালিবাড়িস্থ আলাক ডায়াগনস্টিক ও কনসালটেন্ট সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহবান জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, পলাশবাড়ী প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক ও নিউ লাইফ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক তাওহিদ রহমান।

তিনি বলেন, গত ২৭/০৯/২৫ রোজ শনিবার ভ্রাম্যমান আদালতের অভিযানের অংশ হিসেবে পলাশবাড়ীর দুইটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি ক্লিনিকে অভিযান পরিচালিত হয়।

অভিযানে নিউ লাইফ ক্লিনিকে (হালনাগাদ লাইসেন্স প্রক্রিয়াধীন থাকা ও নতুন মূল্য তালিকা না থাকায়) এই দুইটি কারণে ৫০০০ টাকা জরিমানা করা হয় এবং নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারকে একই দুইটি কারণে ১০০০০/- টাকা জরিমানা করা হয়। রেখা ডায়াগনস্টিক সেন্টারকে এই দুইটি কারণ এবং মেমো না থাকার কারণে ২০০০০/- টাকা জরিমানা করা হয়।

অভিজান পরিচালনার সময় কোন সাংবাদিক ভাই উপস্থিত ছিলেন না। পরবর্তীতে আমরা ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি যে কিছু সংখ্যক আইডিধারী বিস্তারিত তথ্য না জেনেই অজ্ঞতা বশত মনগড়া নিউজ করে এই বিষয়টার অপব্যাখ্যা করেছেন।

এতে করে সাধারণ জনগণ পলাশবাড়ী প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতি জনমনে বিরূপ ধারনা তৈরি হচ্ছে। ফলশ্রুতিতে ভবিষ্যতে পলাশবাড়ীতে ভালো মানের প্রাইভেট প্রতিষ্ঠান তৈরির ক্ষেত্রে নতুন উদ্যোক্তারা আগ্রহ হারিয়ে ফেলবে।

এতে করে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে পলাশবাড়ী সাধারণ জনগণ। বর্তমানে পলাশবাড়ীতে মোটা অংকের বিনিয়োগে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার এর সংখ্যা ডজন খানিক এবং আমাদের আশেপাশের থানা গোবিন্দগঞ্জ,গাইবান্ধা সদর,সাদুল্লাপুর,পীরগঞ্জ এসব থানা থেকে পলাশবাড়ী প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো পরিবেশ ও মানের দিক অনেক এগিয়ে আছে ।

বর্তমানে পলাশবাড়ীতে ডায়াগনস্টিক সেবার অংশ হিসেবে ডিজিটাল এক্সরে, 4D কালার আল্ট্রাসনোগ্রাফি অটো হরমোন সহ সকল প্রকার পরীক্ষা নিরীক্ষার আধুনিক ব্যবস্থা রয়েছে এবং প্রতিষ্ঠানগুলো মানসম্মত দিক থেকে আগের থেকে অনেক বেশি এগিয়ে।পলাশবাড়ীতে আরও বেশ কয়েকটি নতুন প্রতিষ্ঠান আরো আধুনিক আঙ্গিকে উদ্বোধনী অপেক্ষায় রয়েছে। এছাড়াও পলাশবাড়ীতে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে মেডিকেল অফিসার সহ আবাসিক সার্জন রয়েছে।

তিনি আরো বলেন, এখন পলাশবাড়ীর অনেক ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারেই নিয়মিতভাবে ঢাকা,রংপুর ও বগুড়া অনেক বিশেষজ্ঞ চিকিৎসক এসে এসব ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে এসে চিকিৎসা সেবা প্রদান করছেন। প্রতিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে দক্ষ নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট সহ সকল প্রকার জনবল রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বেশ কয়টি ফেসবুক পেজ থেকে ক্রস ম্যাচিং এর ব্যাপারে বিভান্তিমূলক তথ্য ছাড়ানো হচ্ছে। প

লাশবাড়ীতে পূর্বে ক্রসমেসিং এর মূল্য ছিল ৫০০ টাকা।বর্তমানে এটিকে বর্ধিত করে ১ হাজার টাকা করা হয়েছে। বর্তমানে এটিকে ১ হাজার টাকা করার পিছনে যথার্থ কারণ রয়েছে। পূর্বে শুধু ক্রস ম্যাচিং করা হতো। বর্তমানে এর পাশাপাশি চারটি স্ক্যানিং টেস্ট করা হয়।(1.Hbsag-300/-,2HIV-500/-,3HCV-500/-,4VDRL-500/-) পরীক্ষা চারটির মূল্য ১৮০০ টাকা ও ক্রস ম্যাচিং ৫০০ টাকা। সর্বমোট ২২০০ টাকা হওয়ার কথা। আমরা সকলে মিলে সেটাকে ১ হাজার টাকা করার সিদ্ধান্ত গ্রহণ করি। এই পরীক্ষাগুলো না করলে একজনের রোগ আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে।

Manual5 Ad Code

আমরা চাইলে আলাদাভাবে এই পরীক্ষাগুলো রোগীর কাছ থেকে করিয়ে নিতে পারি। কিন্তু যেহেতু ব্লাড মুমূর্ষ রোগীকে দেওয়া হয় তাই আমরা মানবিকভাবে চিন্তা করে এটিকে ১ হাজার টাকা নির্ধারণ করেছি।পাশাপাশি থ্যালাসিমিয়া রোগের জন্য এটিই ৫০০ টাকায় করার ব্যবস্থা গ্রহণ করেছি।

তাই আমি সকলের কাছে বিনীত অনুরোধ জানাই আমাদের প্রতিযোগী না হয়ে আমাদের পাশে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন তাহলে আমরা আপনাদেরকে সঠিক চিকিৎসা সেবা পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা ছাড়া কখনই পলাশবাড়ীতে ভালো মানের চিকিৎসা ক্ষেত্র তৈরি হবে না। আমরা আপনাদের কাছ থেকে গঠনমূলক পরামর্শ, গঠনমূলক সিদ্ধান্ত, সহযোগিতা কামনা করছি।

সেই সাথে আগামীতে সঠিক তথ্য উপাত্ত নির্ভর নিউজ পাবলিস করার এবং বিভ্রান্তিমূলক পোস্ট বা তথ্য না ছড়ানোর জন্য আহবান জানাচ্ছি। অন্যথায় ভবিষ্যতে মিথ্যা তথ্য প্রচারকারী আইডি ধারীদের বিরুদ্ধে যথাযথ প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিশেষে আধুনিক সুচিকিৎসার মাধ্যমে পলাশবাড়ীবাসীর সুস্বাস্থ্য নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করেন, আলাক ডায়াগনস্টিক ও কনসালটেন্ট সেন্টারের পরিচালক ও পলাশবাড়ী প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক মালিক সমিতি শাহীন কিবরিয়া।

Manual7 Ad Code