১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

রাগবি ফেডারেশনের জাতীয় ক্লাব কাপ সেভেনস রাগবি এ অংশগ্রহণ করবে ছাতক রাগবি ক্লাব

বাংলা বারুদ
প্রকাশিত মে ১৫, ২০২৫, ০২:২৮ অপরাহ্ণ
রাগবি ফেডারেশনের জাতীয় ক্লাব কাপ সেভেনস রাগবি এ অংশগ্রহণ করবে ছাতক রাগবি ক্লাব

Manual5 Ad Code

জামরুল ইসলাম রেজা,ছাতক প্রতিনিধিঃ-

Manual7 Ad Code

বাংলাদেশ রাগবি ফেডারেশনের আয়োজনে আগামী ১৬ মে হতে পল্টন ময়দানে ক্রিস্টাল ইন্সুরেন্স পিএলসি জাতীয় ক্লাব কাপ সেভেনস রাগবি (পুরুষ) অনুষ্ঠিত হবে।

Manual4 Ad Code

টুর্ণামেন্টে সিলেট বিভাগ থেকে ছাতক রাগবি ক্লাব অংশগ্রহণ করবে। ছাতক রাগবি ক্লাব দলের নেতৃত্ব দিচ্ছেন সিলেট বিভাগের রাগবি ফেডারেশনের মনোনিত (আরডিএম) রাগবি ডেভেলাপমেন্ট ম্যনেজার ও ছাতক রাগবি ক্লাবের (কোচ) জনাব জামিল আহমদ। এবং ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব কবি শাহ পারভেজ।

ক্লাবের সভাপতি জনাব রেজোয়ানুল করিম সায়েম এবং সহ-সভাপতি জনাব আব্বাসউদ্দীন সবার কাছে ক্লাবের সফলতার জন্য দোয়া চেয়েছেন।

Manual4 Ad Code