১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম সহ বাঁশখালীতে তীব্র তাবদাহ, অস্বাভাবিক বজ্রপাতে ১ জনের মৃত্যু

বাংলা বারুদ
প্রকাশিত মে ১২, ২০২৫, ০৮:১০ অপরাহ্ণ
চট্টগ্রাম সহ বাঁশখালীতে তীব্র তাবদাহ, অস্বাভাবিক বজ্রপাতে ১ জনের মৃত্যু

Manual4 Ad Code

◻️ জসিম তালুকদার, চট্টগ্রাম প্রতিনিধি:

Manual3 Ad Code

চট্টগ্রামের বাঁশখালীতে কাঁকরোল ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মোহাম্মদ ফিরোজ (৩৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (১২ মে) সকাল ৯টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব শীলকূপ ক্ষেতখোলায় এ ঘটনা ঘটে। নিহত মো. ফিরোজ পূর্ব শীলকূপ ইসমাইল সিকদার পাড়া এলাকার মৃত মো. এয়াকুবের ছেলে।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, ‘শীলকূপ ইউনিয়নে বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হবে।’

Manual7 Ad Code

তীব্র দাবদাহে পুড়ছে দেশের অধিকাংশ জেলা। গত কয়েকদিন ধরে বাঁশখালী উপজেলা সহ সর্বত্রই চলছে তাপপ্রবাহ; জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।

Manual1 Ad Code

এরই মধ্যে রবিবার দেশের কিছু অঞ্চলে বৃষ্টিপাত হলেও তাপমাত্রার প্রভাব খুব একটা কমেনি। এমন অবস্থায় বজ্রপাত নিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের সোমবার (১১ মে) সকাল সাড়ে ৮টায় দেওয়া বিশেষ সতর্ক বার্তায় বলা হয়েছে, পরবর্তীতে দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

এসব অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও সতর্ক বার্তায় উল্লেখ করা হয়।

সামনে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সম্ভাব্য এলাকার  মধ্য চট্টগ্রাম বিভাগের রাঙামাটি এবং বান্দরবানের নাম উল্লেখ রয়েছে। এবং কিছু সতর্কবার্তা বজ্রপাত থেকে সুরক্ষার জন্য কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

সেগুলো হলো: বজ্রপাত শুরু হলে দ্রুত ঘরের মধ্যে আশ্রয় নিন। জানালা ও দরজা বন্ধ রাখুন। আবহাওয়া খারাপ থাকলে যাত্রা এড়িয়ে চলুন। গাছের নিচে অবস্থান করা থেকে বিরত থাকুন।

কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না। বিদ্যুৎ ও ইলেকট্রনিক ডিভাইসের প্লাগ খুলে রাখুন। পুকুর বা জলাশয়ে থাকলে দ্রুত উঠে আসুন।
বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন। শিলাবৃষ্টির সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন।

আবহাওয়াবিদরা জানান, বজ্রপাতের সময় একটু সচেতন হলেই প্রাণহানি রোধ করা সম্ভব। তাই বিশেষ করে খোলা জায়গায় বা কৃষিকাজে নিয়োজিত মানুষদের প্রতি সাবধান থাকার আহ্বান জানানো হয়েছে।