
মোঃ শফিকুল ইসলাম,বিশেষ প্রতিনিধ:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শাহিন আলম (১৩) নামে এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে।
সে বাদাঘাট দারুল ইসলাম মডেল মাদ্রাসা (নুরানী) প্রথম শ্রেণীর শিক্ষার্থী ও উত্তর বড়দল ইউনিয়নে জামতলা (ফকির নগর) গ্রামের সাজিনুর রহমানের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে,প্রতিদিনের মতই তার মা কাছ থেকে যাতায়াতের টাকা নিয়ে সকল ৯ টায় সহপাঠী দের সাথে মাদ্রাসায় আসে। সকাল ১০ টা ৪০ মিনিটের দিকে সে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে মাদ্রাসার ভেতরেই থাকা ভাতরুমে যায়।
ভাতরুমে যাওয়ার পর ভাতরুমের থাকা মটারের লাইনে বিদ্যুৎতায়িত হয়,এতে তার হাত পা,কপাল ও শরীরে বিভিন্ন অংশ জ্বলসে গিয়ে ওয়াস রোমেই মৃত্যু বরন করে।
পরে ১৫/২০ হয়ে গেলেও শাহিন আলম ভাতরুম থেকে বেড়ি না আসলে মাদ্রাসার শিক্ষক মওলানা শফিকুল ইসলাম ভাতরুমের দরজার উপর ফাঁকা জায়গা দিয়ে ভিতরে ঢুকে মৃত অবস্থায় উদ্ধার করে পরিবারকে জানায়।
পরে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে বাদাঘাট বাজারের মক্কা টাওয়ারে থাকা পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
খবর পেয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাফিজ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরক্ষাল রিপোর্ট তৈরি করে।
বিদ্যুৎপৃষ্ট হয়ে ছেলে নিহতের ঘটনায় পিতা সাজিনুর রহমানের কোনো অভিযোগ নেই বলে জানান।
দারুল ইসলাম মডেল মাদ্রাসা (নুরানী) অধ্যক্ষ-মুফতি আব্দুর রাকিব শিক্ষার্থী নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাফিজুল ইসলাম জানান,আমি ঘটনাস্থলে আছি। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাস্ট পরিবারের কাছে হস্তান্তর করা হবে।