১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

ছাতকে গাড়ির চাপায় প্রাণ গেল শিশুর, সড়ক অবরোধ

বাংলা বারুদ
প্রকাশিত মে ১০, ২০২৫, ০৮:১০ অপরাহ্ণ
ছাতকে গাড়ির চাপায় প্রাণ গেল শিশুর, সড়ক অবরোধ

Manual4 Ad Code

ফকির হাসান : সুনামগঞ্জের ছাতকে দূর পাল্লার যাত্রীবাহী বাসের চাপায় পৃষ্ট হয়ে হোসাইন আহমদ (১১) বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

শনিবার (১০ মে) বেলা ২টায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কের নোয়াগাঁও গ্রাম সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। সে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের নুর আলীর ছেলে।

Manual3 Ad Code

 

জানা যায়, হোসাইন আহমদ রাস্তার পাশে বাইসাইকেল নিয়ে দাড়িয়ে থাকা অবস্থায় ঢাকা থেকে সুনামগঞ্জের দ্রুত গতির এনা পরিবহন (নং- ঢাকা মেট্রো-ব- ১৫-৪৪৫৭) চাকায় তাকে পৃষ্ট করে পালিয়ে যায়।

 

Manual1 Ad Code

স্থানীয় লোকজন ধাওয়া করে সড়কের শান্তিগঞ্জ এলাকা থেকে যাত্রীবাহী বাসটি আটক করলেও ঘাতক চালক ও হেলপার পালিয়ে যায়। এদিকে দূর্ঘটনার শিশুটি মারা যাওয়ার পর স্থানীয় জনতা সিলেট-সুনামগঞ্জ সড়কে অবরোধ ও বিক্ষোভ করে।

 

এতে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় আধাঘন্টা পরে খবর পেয়ে সড়কের জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

 

দূর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়টি স্বীকার করেছেন সড়কের জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রশিদ সরকার