ঢাকা ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৪
হবিগঞ্জের মাধবপুরে ৬০ কেজি গাঁজাসহ দুই নারী পুলিশের হাতে গ্রেফতার
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ::
হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই নারীকে আটক করেছে মাধবপুর থানা পুলিশ।
শনিবার (২৮সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মনতলা-মাধবপুর রোডে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ি তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার স্ত্রী সারা বানু (৪০) ও বিষ্ণুপুর ইউনিয়নে ছত্তরপুর গ্রামের জুহুর আলীর স্ত্রী হেলেনা আক্তার (৪০)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যাবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
এ ব্যাবপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন এর সাথে যোগাযোগ করা হলে তিনি আটককৃতদের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। বিকালে তাদেরকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
★ প্রতিষ্ঠাতা : মরহুম ফকির মোঃ কালা শাহ ★
★ সম্পাদক : মাহবুব আলম (মিলাদ) ★
★ বার্তা সম্পাদক : মোঃ রায়হান হোসেন ★
★ ব্যবস্থাপনা সম্পাদক : এফ এম হাসান ★
মোবাইল : 01613-274702 _01711-146100
ই-মেইল : banglarbarud@yahoo.com
Design and developed by BEST-BD