১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

সাম্প্রতিক সহিংস হত্যাকাণ্ড ও সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে মৌন মানববন্ধন

বাংলা বারুদ
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২৫, ০৮:৩১ অপরাহ্ণ
সাম্প্রতিক সহিংস হত্যাকাণ্ড ও সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে মৌন মানববন্ধন

Manual7 Ad Code

চট্টগ্রাম প্রতিনিধিঃ সাম্প্রতিক সময়ে দেশে একের পর এক মর্মান্তিক সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে আজ শুক্রবার চেরাগি পাহাড় মোড়ে একটি মৌন মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার কথিত অভিযোগে পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস-কে নির্মমভাবে হত্যা, রাজবাড়ীর পাংশায় চাঁদাবাজির অপবাদ দিয়ে অমৃত মন্ডল-কে পিটিয়ে হত্যা এবং চট্টগ্রামে পরপর পাঁচ দিনে চারটি হিন্দু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, “আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা ভয়াবহ আকার ধারণ করেছে। গুজব, অপবাদ ও সাম্প্রদায়িক বিদ্বেষের ভিত্তিতে মানুষকে হত্যা বা নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।” বক্তারা অবিলম্বে সব ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত,জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি,সংখ্যালঘু নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। মানববন্ধন থেকে আরও বলা হয়, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত না হলে সমাজে সহিংসতা ও অসহিষ্ণুতা আরও বাড়বে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ধর্ম, পরিচয় বা অভিযোগের ভিত্তিতে কাউকে হত্যা করার কোনো সুযোগ থাকতে পারে না।কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীরা সব নাগরিককে মানবিকতা, সহনশীলতা ও আইনের শাসনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।