১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

বিয়েতে ‘উকিল বাপ’ প্রথা, ইসলাম কী বলে?

বাংলা বারুদ
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ণ
বিয়েতে ‘উকিল বাপ’ প্রথা, ইসলাম কী বলে?

Manual1 Ad Code

বিয়েতে ‘উকিল বাপ’ প্রথা, ইসলাম কী বলে?

সম্পাদকীয়: ইসলামি শরিয়তের দৃষ্টিতে উকিল বাপ বলে কিছু নেই। মেয়ের বাবা যতদিন জীবিত আছেন ততদিন তিনিই অভিভাবক। তিনি না থাকলে আত্মীয়দের মধ্যে কে কীভাবে অভিভাবক হবেন তাও শরীয়তে বলা আছে।

Manual8 Ad Code

তবে মেয়ের অভিভাবকের নির্দেশে তার অনুপস্থিতিতে তার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব কবুলের জন্য কাউকে প্রতিনিধি নির্ধারণ করলে তাকে শরিয়তের দৃষ্টিতে উকিল বলা হয়।
উকিল অর্থ প্রতিনিধি, মুখপাত্র। এই উকিল কখনোই বাবা হতে পারেন না। অনাত্মীয় কেউ উকিল হওয়ার দ্বারা তার সঙ্গে কোনো ধরনের আত্মীয়তাও তৈরি হয় না

যদি মেয়ের গায়রে মাহরামদের কাউকে উকিল বানানো হয়ে থাকে তাহলে সে আজীবন গায়রে মাহরামই থাকবে। উকিল হওয়ার দ্বারা বিধান পরিবর্তিত হবে না। বিবাহ সম্পন্ন হওয়ার সাথে সাথেই তার প্রতিনিধিত্বের মেয়াদও শেষ হয়ে যায়।

Manual2 Ad Code

তাই মুসলিম নারীদের জন্য তথাকথিত সামাজিকতার দোহাই দিয়ে আজীবন উকিলের সাথে দেখা দেয়া অকাট্যভাবে হারাম। প্রয়োজন ছাড়া উকিল নির্ধারণের যে রেওয়াজ আছে তাও পরিত্যাগ করা উচিত।

Manual6 Ad Code