১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বিএনপির দুই শতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান।

বাংলা বারুদ
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৫, ১২:২০ অপরাহ্ণ
বিএনপির দুই শতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান।

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি।

Manual6 Ad Code

গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপির দুই শতাধিক নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। উপজেলার শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক ও জনপ্রিয় ইউপি সদস্য আব্দুল বারীর নেতৃত্বে এই যোগদান অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) বিকেল ৪টায় পলাশবাড়ী উপজেলা জামায়াতের মনোহরপুর ইউনিয়নের উদ্যোগে আয়োজিত নির্বাচনী ও সুধী সমাবেশে মিছিল সহকারে আব্দুল বারী ও তার অনুসারীরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন। এর আগে তিনি দীর্ঘদিন উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

Manual2 Ad Code

যোগদান উপলক্ষে বক্তব্যে আব্দুল বারী বলেন, “গত ২৪ সালের ৫ আগস্ট জামায়াতের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ড আমাকে গভীরভাবে মুগ্ধ করেছে। তাই আমি দ্বিধাহীনভাবে জামায়াতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি। আমৃত্যু যেন জামায়াতের সাথে থেকে দ্বীন কায়েমে ভূমিকা রাখতে পারি, এজন্য সবার দোয়া কামনা করছি।”

Manual1 Ad Code

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা জামায়াত আমীর আবু বক্কর সিদ্দিক, উপজেলা ওলামা মাশায়েখ সভাপতি আব্দুল মজিদ সরকার, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খায়রুল ইসলাম চাঁন মিয়া ও সেক্রেটারি সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াত সভাপতি আসাদ আলী এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মতিউর রহমান।