১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

টঙ্গীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

বাংলা বারুদ
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৪:৫১ অপরাহ্ণ
টঙ্গীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

Manual4 Ad Code

মোঃলিমন হোসেন

Manual3 Ad Code

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে এক বর্ণাঢ্য আনন্দ র্যালির আয়োজন করা হয়েছে।

Manual4 Ad Code

বুধবার বিকালে টঙ্গী পশ্চিম থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই র্যালি ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। র্যালিটি টঙ্গীর আউচপাড়া এলাকা থেকে শুরু হয়ে টঙ্গীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টঙ্গী কলেজ গেটে এসে শেষ হয়।

এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। হাতে হাতে বিএনপি ও সহযোগী সংগঠনের পতাকা, ব্যানার ও ফেস্টুন ছিল। “গণতন্ত্র মুক্তি চাই, শহীদ জিয়ার আদর্শ অম্লান” শ্লোগানে মুখর হয়ে ওঠে র্যালি পথ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন।

তিনি বলেন, “বিএনপি গণমানুষের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন। আজ গণতন্ত্র বিপর্যস্ত, মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। তাই বিএনপিকে শক্তিশালী করতে হবে, মানুষকে সংগঠিত করতে হবে। আগামী দিনে এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

Manual4 Ad Code

্যালি-পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনকে আরও তীব্র করতে হবে। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Manual2 Ad Code

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। র্যালি চলাকালে টঙ্গী এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। নেতাকর্মীরা গান-বাজনা, মিছিলের শ্লোগান আর ব্যানার-ফেস্টুনে প্রিয় নেত্রী ও দলের প্রতি অগাধ ভালোবাসার প্রকাশ ঘটান।

বক্তারা আরও বলেন, বিএনপি প্রতিষ্ঠার এই দিনে আমরা শপথ নিচ্ছি— শহীদ জিয়ার স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে। আর এজন্য সকল ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণের পাশে থেকে আন্দোলন চালিয়ে যেতে হবে।