১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

শাহজাদপুরে মাদকবিরোধী পোস্টের জেরে সাংবাদিক ইসরাফিলকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ।

বাংলা বারুদ
প্রকাশিত জুলাই ৯, ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ণ
শাহজাদপুরে মাদকবিরোধী পোস্টের জেরে সাংবাদিক ইসরাফিলকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ।

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পরিচিত মাদক ব্যবসায়ী সবুজ বিশ্বাসের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ায় সাংবাদিক ইসরাফিল শেখকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

Manual6 Ad Code

জানা গেছে, জাতীয় দৈনিক সবুজ বাংলাদেশ–এর স্টাফ রিপোর্টার ইসরাফিল শেখ গত ৮ জুন ২০২৫ ইং তারিখে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ জুলাই রাতের দিকে সাংবাদিক ইসরাফিল তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। সেখানে তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী সবুজ বিশ্বাস সম্পর্কে উল্লেখ করেন যে, তিনি স্থানীয় কিশোর গ্যাং ব্যবহার করে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এমনকি উত্তরবঙ্গে সবুজ বিশ্বাসকে ‘সবচেয়ে বড় ইয়াবা সম্রাট’ বলেও এক কিশোর গ্যাং সদস্যের বক্তব্যসহ পোস্টে উল্লেখ করা হয়।

Manual4 Ad Code

পোস্টের পরদিন, ৮ জুলাই দুপুরে সাংবাদিক ইসরাফিল শেখকে একটি মোবাইল নম্বর (01789***778) থেকে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল এবং প্রাণনাশের হুমকি দেন অভিযুক্ত সবুজ বিশ্বাস। ফোনালাপে তিনি বলেন, “তুই কিসের সাংবাদিক? তোর মতো সাংবাদিকের পিছে ২০০–৫০০ টাকার জন্য অনেকেই ঘোরে!” – এমন মন্তব্যের পাশাপাশি, তাকে হত্যার পর লাশ গুম করে ফেলার হুমকি দেওয়া হয়।

হুমকিদাতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

Manual4 Ad Code

এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Manual3 Ad Code