৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মুগদায় ইয়াবা-গাঁজাসহ বিদেশি মদ উদ্ধার, নারী আটক

banglarbarud
প্রকাশিত জুন ১৯, ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ণ
মুগদায় ইয়াবা-গাঁজাসহ বিদেশি মদ উদ্ধার, নারী আটক

ক্রাইম রিপোর্ট ,মোঃ মাহবুবুর রহমান (সাগর):

রাজধানীর মুগদা থানা এলাকায় অভিযান চালিয়ে এক নারীর ভাড়া বাসা থেকে ইয়াবা, গাঁজা ও বিদেশি হুইস্কি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নারীসহ বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত নারীর নাম মোছাঃ দিপা মনি (২৭)। তিনি বগুড়া জেলার দুপচাচিয়া থানার তারওলা জিয়ানগর এলাকার আমজান মোল্লার মেয়ে। বর্তমানে তিনি দক্ষিণ মুগদা ওয়াবদা গলিস্থ আহসান হাবিবের বাড়ির ৩য় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

মুগদা থানার এসআই (নিঃ) শাফায়াত মোঃ মুকুলের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ পনির হোসেন, এএসআই (নিঃ) মোঃ জাফর হোসেন ও নারী কনস্টেবল সালমা বেগমসহ একটি দল মান্ডা হায়দার আলী স্কুলের সামনে অবস্থানকালে গোপন সূত্রে খবর পান যে, এক নারী তার বাসায় মাদকদ্রব্য মজুত রেখেছে।

তাৎক্ষণিকভাবে মুগদা থানার অফিসার ইনচার্জকে অবহিত করে অভিযানে গেলে বাসার দরজা খুলেই পালানোর চেষ্টা করেন মাদক ব্যবসায়ী দীপা মনি । নারী কনস্টেবলের সহায়তায় তাকে আটক করা হয়। এরপর নারী পুলিশের উপস্থিতিতে ঘরের বিছানার নিচে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট (মোট ওজন ৩.৯ গ্রাম), বাজারমূল্য আনুমানিক ১১,৭০০ টাকা,২৫ গ্রাম গাঁজা, আনুমানিক মূল্য ১,০০০ টাকা ও বিদেশি হুইস্কির একটি বোতল (Chivas Regal 12), ১.৫ লিটার, আনুমানিক মূল্য ৮,০০০ টাকা

 

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামত যথাযথভাবে বৈদ্যুতিক আলোতে উপস্থিত স্বাক্ষীদের সামনে জব্দ করা হয়। জব্দ তালিকায় সাক্ষী ও কর্মকর্তাদের স্বাক্ষর গ্রহণ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত নারী অসংলগ্ন কথাবার্তা বলেন এবং জানা যায় তিনি ভদ্রবেশে দীর্ঘদিন ধরে মুগদা থানা এলাকায় মাদক বিক্রয় কার্যক্রম পরিচালনা করে আসছেন।

 

গণমাধ্যমকে মুগদা থানার এসআই (নিঃ) শাফায়াত মোঃ মুকুল জানান মাদক ব্যবসায়ী দীপা মনি বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর টেবিল ১০(ক)/১৯(ক)/২৪(ক) ধারায় নিয়মিত মামলা রুজু করেছে মুগদা থানা পুলিশ। এ বিষয়ে মুগদা থানার অফিসার ইনচার্জ জানায়, রাজধানীর অভ্যন্তরে ভাড়া বাসা ব্যবহার করে গোপনে মাদক মজুত ও বিক্রির অভিযোগে কয়েকটি চক্র সক্রিয় রয়েছে। এ ধরনের অপরাধ দমনে পুলিশ অভিযান আরও জোরদার করা হবে।