১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

মহাখালীতে সেনাবাহিনীর অভিযান, অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা ও টাকা ফেরত

বাংলা বারুদ
প্রকাশিত জুন ১৪, ২০২৫, ১১:০২ অপরাহ্ণ
মহাখালীতে সেনাবাহিনীর অভিযান, অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা ও টাকা ফেরত

Manual2 Ad Code

ক্রাইম রিপোর্টার: শওকত হোসেন (সজীব)

 

Manual8 Ad Code

ঢাকার মহাখালী বাস টার্মিনালে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত এক বিশেষ অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়কারী পরিবহনগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

Manual6 Ad Code

অভিযানটি নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর সাঈদী। অভিযানে একটি যানবাহনকে অনিয়মের দায়ে ৩,০০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে, এক বাস কর্তৃপক্ষ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় সেই ভাড়ার অতিরিক্ত অংশ যাত্রীদের তাৎক্ষণিকভাবে ফিরিয়ে দেওয়া হয়।

Manual5 Ad Code

 

এই অভিযান যাত্রীদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। তারা সেনাবাহিনীর এমন তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এমন নজরদারি চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন।

Manual6 Ad Code

সাধারণ যাত্রীরা বলেন, প্রতিদিন অতিরিক্ত ভাড়া দিয়ে ভোগান্তিতে পড়তে হয়। সেনাবাহিনীর এমন উদ্যোগে স্বাভাবিক ভাড়া নিশ্চিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।