৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ছাতকে নিখোঁজ মারওয়ান আহমদের মরদেহ গ্রামের একটি খাদ থেকে উদ্ধার করা হয়েছে

banglarbarud
প্রকাশিত জুন ১১, ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ণ
ছাতকে নিখোঁজ মারওয়ান আহমদের মরদেহ গ্রামের একটি খাদ থেকে উদ্ধার করা হয়েছে

এফ এম হাসান : ছাতকে নোয়ারাই ইউনিয়নের উলুরগাঁও গ্রামের নিখোঁজ শিশু মো. মারওয়ান আহমদের মরদেহ পাওয়া গেছে।

সে মঙ্গলবার ১০ জুন সকালে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। মো. মারওয়ান আহমদ উলুরগাঁও গ্রামের মানিক মিয়ার পুত্র। সারাদিন তাকে খোজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।

রাত ১১ টার দিকে বাড়ির পাশের একটি খাদে মো.মারওয়ান আহুমদের মৃতদেহ পাওয়া গেছে।

তাকে খোজাখুজি করার এক পর্যায়ে রাত ১১ টার দিকে খাদের পানিতে তার মরদেহ দেখতে পাওয়া যায়।
পরিবারের লোকজন মো.মারওয়ান আহমদের মরদেহ উদ্ধার করেছেন।

মো. মারওয়ান আহমদের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই টি এ সুলেমান।