১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসে ৩০ মিনিটেই বদলাবেন যেভাবে

বাংলা বারুদ
প্রকাশিত জুন ৩, ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ণ
জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসে ৩০ মিনিটেই বদলাবেন যেভাবে

Manual5 Ad Code

ছবিঃ সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করেছেন প্রায় এক দশক আগে? তখনকার তোলা ছবিটি এখনকার চেহারার সঙ্গে আর মিলছে না? অস্পষ্ট কিংবা অনাকর্ষণীয় ছবির কারণে অনেকেই নতুন ছবি সংযোজনের প্রয়োজন বোধ করছেন। সুসংবাদ হলো—এ কাজটি এখন আর কষ্ট করে কোথাও গিয়ে করতে হবে না। ঘরে বসেই অনলাইনে এনআইডির ছবি ও তথ্য হালনাগাদ করা যাচ্ছে।

নির্বাচন কমিশনের এনআইডি বিভাগের ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই ছবি বা যেকোনো পুরোনো তথ্য পরিবর্তন করা যায়।

Manual1 Ad Code

অনলাইনে ছবি ও তথ্য পরিবর্তনের ধাপসমূহ:

Manual8 Ad Code

প্রথমে যেতে হবে: https://services.nidw.gov.bd/registration ওয়েবসাইটে।

ওয়েবসাইটে প্রবেশের সময় Mozilla Firefox ব্রাউজারে “This Connection is Untrusted” লেখা আসতে পারে। সেক্ষেত্রে:

Manual3 Ad Code

“I Understand the Risks” →

“Add Exception” →

“Confirm Security Exception”
এ ক্লিক করলেই সাইটটি খুলে যাবে।

এরপর রেজিস্ট্রেশন করে লগইন করতে হবে। লাগবে এনআইডি নম্বর, জন্মতারিখ ও মোবাইলে প্রাপ্ত এক্টিভেশন কোড।

রেজিস্ট্রেশন ও তথ্য হালনাগাদের ধাপ

১. প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইন ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন করুন
২. মোবাইলে আসা এক্টিভেশন কোড দিয়ে লগইন করুন
৩. ছবি বা অন্যান্য তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত ফর্ম পূরণ করুন
৪. প্রিন্ট নিয়ে স্বাক্ষর করে স্ক্যান কপি আপলোড করুন
৫. প্রয়োজনীয় দলিলাদি (যেমন: ছবির পরিবর্তনের জন্য সদ্যতোলা ছবি, ঠিকানার জন্য বিদ্যুৎ বিল বা নাগরিক সনদ ইত্যাদি) স্ক্যান করে জমা দিন
৬. “রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে চাই” অপশনটি ব্যবহার করে পরবর্তী ধাপে যান

ফর্ম পূরণে যা লাগবে:

এনআইডি নম্বর (১৩ ডিজিট হলে জন্মসাল যোগ করে লিখতে হবে—যেমন: ১৯৯০১২৩৪৫৬৭৮৯১০০০)

জন্ম তারিখ

মোবাইল নম্বর ও ইমেইল

বর্তমান ও স্থায়ী ঠিকানা (ভোটার রেজিস্ট্রেশনের সময় যা ছিল)

পাসওয়ার্ড (কমপক্ষে ৮ অক্ষরের; বড় হাতের অক্ষর ও সংখ্যা থাকতে হবে, উদাহরণ: NIDhelp2020)

ক্যাপচা পূরণ

এরপর মোবাইলে আসা ভেরিফিকেশন কোড দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। কোড না এলে “পুনরায় কোড পাঠান (SMS)” অপশন ব্যবহার করুন।

লগইনের পর যা করবেন:

লগইনের পর নির্বাচন কমিশনের সংরক্ষিত আপনার সব তথ্য দেখতে পারবেন। প্রয়োজন অনুযায়ী হালনাগাদ করতে পারবেন ছবি, নাম, ঠিকানা, জন্মতারিখসহ নানা তথ্য। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে সময় লাগবে আনুমানিক ৩০ মিনিট।

এই সুবিধা বিশেষভাবে সহায়ক তাদের জন্য, যাদের ছবি বর্তমানে পরিচিতি বা কাজের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। সময় থাকতেই হালনাগাদ করুন আপনার জাতীয় পরিচয়পত্র।

আরো তথ্যের জন্য ভিজিট করুন: https://services.nidw.gov.bd

 

Manual7 Ad Code

সূত্রঃ টেকটিউনস