
ফকির হাসান : “শুধু দেশ ও জনগণের পক্ষে” এই অঙ্গীকারকে ধারণ করে প্রকাশিত দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকার সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা সংবাদদাতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাহিদুল ইসলাম।
গত ১০ মে, দৈনিক ইনকিলাব-এর ব্যবস্থাপনা পরিচালক এ এম এম বাহাউদ্দিন স্বাক্ষরিত এক নিয়োগপত্রের মাধ্যমে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।
দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জৈন্তাপুর অঞ্চলে গণমাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন জাহিদুল ইসলাম। বর্তমানে তিনি জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব-এর যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সিলেটের একাধিক স্থানীয় দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি হিসেবেও তিনি কাজ করছেন।
সাংবাদিকতার পাশাপাশি জাহিদুল ইসলাম স্থানীয় বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সাথেও সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে সমাজসেবামূলক কার্যক্রমে অংশ নিচ্ছেন।
নিয়োগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জাহিদুল ইসলাম বলেন, “দৈনিক ইনকিলাব”-এর মত দেশের শীর্ষস্থানীয় একটি জাতীয় দৈনিক পত্রিকায় জৈন্তাপুর উপজেলা সংবাদদাতা হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য এক অনন্য গর্বের বিষয়। আমি চাই মাঠ পর্যায়ে থেকে সত্য, নির্ভরযোগ্য ও জনমুখী সংবাদ তুলে ধরতে। এই দায়িত্ব যথাযথভাবে পালনে জৈন্তাপুর প্রশাসন, জনপ্রতিনিধি, সহকর্মী সাংবাদিক এবং সুধীজনদের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করছি।
তিনি আরও বলেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদানের জন্য আমি দৈনিক ইনকিলাব পত্রিকার মাননীয় সম্পাদক, প্রকাশক, সিলেট ব্যুরো প্রধান এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।