১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম তিন উপজেলাতে ডেঙ্গু রুগী সংখ্যা বেশি, সীতাকুণ্ড – বাঁশখালী- সাতকানিয়া

বাংলা বারুদ
প্রকাশিত জুন ১, ২০২৫, ০৯:১১ অপরাহ্ণ
চট্টগ্রাম তিন উপজেলাতে ডেঙ্গু রুগী সংখ্যা বেশি, সীতাকুণ্ড – বাঁশখালী- সাতকানিয়া

Manual3 Ad Code

◻️ জসিম তালুকদার, চট্টগ্রাম প্রতিনিধি:

২ মাসে শত ছুঁই ছুঁই, চট্টগ্রামে নগরের চেয়ে বেশি ডেঙ্গু রোগী গ্রামে।এদিকে নগরের চেয়ে উপজেলায় বেশি ডেঙ্গু রোগীর সংখ্যা। সীতাকুণ্ড, বাঁশখালী, সাতকানিয়া এ তিন উপজেলায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।

Manual7 Ad Code

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের তথ্য বলছে, উপজেলায় আক্রান্ত ১২৫ জনের মধ্যে লোহাগাড়ায় ৮ জন, সাতকানিয়ায় ১৪ জন, বাঁশখালীতে ৩৪ জন, আনোয়ারায় ১ জন, চন্দনাইশে ৩ জন, পটিয়ায় ৭ জন, বোয়ালখালীতে ৪ জন, রাঙ্গুনিয়ায় ৬ জন, রাউজানে ৬ জন, ফটিকছড়িতে ৪ জন, হাটহাজারীতে ৩ জন, সীতাকুণ্ডে ২৩ জন, মিরসরাইয়ে ৬ জন, কর্ণফুলীতে ১ জন এবং সন্দ্বীপ উপজেলায় ৫ জন।

Manual3 Ad Code

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী গণমাধ্যমকে বলেন, গত মাসের তুলনায় মে মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বেড়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, আতঙ্কের কিছু নেই। সামনে বর্ষা মৌসুমে সকলকে সতর্ক থাকতে হবে। চট্টগ্রাম সিটি করপোরেশন সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। ইতিমধ্যে মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া আমরা সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছি। সবমিলিয়ে ডেঙ্গু প্রতিরোধে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।

তিনি আরো বলেন, এছাড়া ঘরবাড়ি ও আশপাশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। কারণ রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম।

Manual7 Ad Code